উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন হয় না বহুকাল। বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলি ছাত্র সংসদের নির্বাচনের দাবি তোলা হলেও তা পূরণ হয়নি। নির্বাচন ছাড়াই এককভাবে রাজ্যের সিংহভাগ কলেজে ছাত্রসংসদ দখল করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ। এবার মেয়ো রোডের সভা থেকে ছাত্র-সংসদ নির্বাচনের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মনে করি ছাত্র-সংসদ নির্বাচন হওয়া দরকার। এখন তো সিস্টেম চেঞ্চ হয়েছে। আগে ছিল ফাস্ট ইয়ার। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ইউনিভার্সিটির ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার। এখন হয়ে গিয়েছে সেমেস্টার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখানে আছেন। আমি বলব একটা টাইম টেবিল তৈরি করে… এসবগুলো থেমে যাক। পুজোটা হয়ে যাক। তারপর একটা সময় দেখে ছাত্র সংসদ নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে নেব।”
এদিন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অনুরোধ করব আগামীদিনে ছাত্র সংসদ ভোট যখন হবে সেখানে ৫৫ শতাংশ আসনে যাতে মেয়েরা, আমাদের বোনেরা লড়াই করার সুযোগ পান। সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়। হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আমরা মেয়েদের, বোনেদের দিদিদের যাতে এই সুযোগ দিতে পারি তার ব্যবস্থা করা হয়েছে।”
উল্লেখ্য, বছরের পর বছর ধরে ছাত্র সংসদ নেই কলেজে, বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদের নির্বাচন অতীত। দিনের পর দিন ধরে ছাত্র সংসদ নির্বাচনকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ২০১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার আওতায় থাকা কলেজগুলিতে ছাত্র সংসদ ভোট হয়েছিল। প্রেসিডেন্সিতে ২০১৯ সালে, যাদবপুরে ২০২০ সালে ছাত্র ভোট হয়েছিল। বিরোধী ছাত্র সংগঠনগুলি বার বার দাবি করলেও নির্বাচন করা যায়নি। নানা আপত্তির কথা তুলে বার বার এই ভোটকে পিছিয়ে দেওয়া হয়েছে।