Tuesday, July 2, 2024
HomeBreaking NewsMamata Banerjee | ‘হকারদের জীবিকা খেয়ে নেওয়ার অধিকারও আমার নেই, ওদেরও সংসার...

Mamata Banerjee | ‘হকারদের জীবিকা খেয়ে নেওয়ার অধিকারও আমার নেই, ওদেরও সংসার আছে’: মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুইদিন ধরে হকার উচ্ছেদের পর এবার আরেকটি বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা এলাকায় ফুটপাতে হকার বসার সুনির্দিষ্ট নিয়ম করে দিলেন তিনি। মমতা জানান, হকারদের নির্দিষ্ট জোন করে দিতে হবে। তাঁরা পরিচয়পত্র পাবেন। সরকারের নির্দিষ্ট করা জায়গাতেই বসবে হকাররা। তবে ফুটপাতের পুরোটা বা রাস্তা দখল করে কোনওভাবেই দোকান বসানো যাবে না।

বৃহস্পতিবার সমস্ত পুরসভার মেয়র, জেলাশাসক ও পুলিশ কর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রী  ন  বান্নে বৈঠকে বসেন। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ’কারও চাকরি খেয়ে নেওয়ার অধিকার আমার নেই। হকারদের জীবিকা খেয়ে নেওয়ার অধিকারও আমার নেই। ওদেরও সংসার পরিবার রয়েছে। এই যে হকাররা রাস্তায় বসে পড়ছে তার জন্য দায়ী স্থানীয় নেতা ও পুলিশ। তাঁরা চাঁদা তুলছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি হকারদের থেকে কেউ চাঁদা নেবে না। পুলিশও নেবে না। স্থানীয় নেতাও নেবে না।‘

প্রসঙ্গত, সরকারি জমি জবরদখল নিয়ে সোমবার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর সব জায়গায় হকার ও জবরদখল উচ্ছেদ শুরু হয়ে যায়। সোমবারের বৈঠকের ৪৮ ঘণ্টা পর এদিন মুখ্যমন্ত্রী ফের বৈঠক করেন। তিনি বলেন, ‘আগে টাকা নিয়ে রাস্তায় হকার বসাবে। তারপর বুলডোজার দিয়ে তুলে দেবে। এ আমার নীতি নয়। হকারদের জীবন ও জীবিকার জন্য রাজ্যে আইন রয়েছে। ১০৪৫টি ন্যাচারাল মার্কেট। ৪৭৮৭ হেরিটেজ মার্কেট চিহ্নিত করা হয়েছে। রাজ্যের ১২৮টি আর্বান লোকাল বডি এলাকায় হকার ভেন্ডিং কমি়টি তৈরির কথা বলা হয়েছে। এবার সেই কমিটিকে নজর রাখতে হবে।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ চোপড়ার নির্যাতিতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনুমতি ছাড়া নির্যাতনের ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ হলেন চোপড়ার নির্যাতিতা। এদিন তিনি চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে...

Siliguri | প্রধান থেকে আধিকারিক কেউই নেই! পঞ্চায়েত অফিসে অচলাবস্থা

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: তীব্র অচলাবস্থা চালু হয়েছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে পরিষেবা নিতে আসা মানুষ অসুবিধের কথা কাকে জানাবেন সেটাই বুঝতে পারছেন...

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

0
নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) নাগরাকাটায়। সোমবার এলাকার দুটি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে...

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

0
রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলায় পায়রা দৌড়ের চল আছে। রায়গঞ্জ শহরে আগে মাঝেমধ্যে...

Leopard Fear | এলাকায় ঘুরছে চিতাবাঘ! পায়ের ছাপ দেখে আতঙ্কে কাঁটা গ্রাম

0
নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক (Leopard Fear) ছড়াল বাসিন্দাদের মধ্যে। ঘটনাকে ঘিরে রীতিমতো ঘুম উড়েছে কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জ (Mekhliganj)...

Most Popular