সোমবার, ১৭ মার্চ, ২০২৫

RG Kar Incident | ‘নজর ঘোরাতে মিছিল করছেন মুখ্যমন্ত্রী’, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন দিল্লির নির্ভয়ার মা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় (RG Kar Incident) এবার মুখ খুললেন দিল্লির নির্ভয়ার মা (Nirbhaya’s Mother)। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পদত্যাগের দাবি তুললেন। শনিবার এক সংবাদসংস্থাকে নির্ভয়ার মা বলেন, ‘মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তিনি প্রতিবাদ মিছিল করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। ওঁনার ইস্তফা দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘আরজি কর ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন। উনি নিজে একজন মহিলা। ওঁনার উচিত ছিল রাজ্যের প্রধান হিসাবে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার। সেই পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছেন উনি।’

নির্ভয়ার মায়ের কথায়, ‘যতক্ষণ রাজ্য ও কেন্দ্রীয় সরকার মহিলাদের নিরাপত্তা নিয়ে এবং ধর্ষকদের অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করা নিয়ে সিরিয়াস হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এই ধরনের নৃশংস অপরাধ হতেই থাকবে। কলকাতার মেডিকেল কলেজেই যদি মেয়েরা সুরক্ষিত না থাকে এবং তাদের সঙ্গে এমন বর্বরোচিত অপরাধ হয়, তবে দেশে মহিলাদের সুরক্ষার অবস্থা কী, তা বুঝতেই পারছেন।’

২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে চালক ও সহকারীরা মিলে গণধর্ষণ করেছিল ‘নির্ভয়া’কে। গণধর্ষণের পর নির্ভয়াকে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল অভিযুক্তরা। পরে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Lex Fridman Podcast | ‘পেয়েছি কেবল শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা’, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন প্রসঙ্গে অকপট মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিশ্বখ্যাত লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে(Lex...

PM Narendra Modi | স্বামীজিই অনুপ্রেরণা, চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে, জানালেন নরেন্দ্র মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘স্বামী বিবেকানন্দই আমার জীবনের অনুপ্রেরণা।...

Narendra Modi | কোন পথে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন ? সাক্ষাৎকারে বড় দাবি করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে...