উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভায় পাশ হল ‘অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪’। এই বিল প্রসঙ্গে বলতে গিয়ে নিজের বক্তব্যে কার্যত প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা, উনি যা পারেননি আমরা তা পারলাম।’ মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে ফের একবার সুর চড়াল গেরুয়া শিবির।
অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, ‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’
এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারই বলছে কলকাতা সবথেকে নিরাপদ শহর। উত্তর প্রদেশে ৭ লক্ষ, গুজরাটে ৫ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলার নামে সবাই কুৎসা করে বেড়াচ্ছেন। এটা করে আপনারা আরজি করের ঘটনাকে লঘু করে দিচ্ছেন।’ এরপরই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। এর জবাবে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, ‘আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন।’