উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই সকলকে উদ্বিগ্ন করার মতোই। এই অবস্থায় বৃহস্পতিবার তাঁকে দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay)। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর বেশ চিন্তিত তিনি। বার্ধক্যজনিত কারণে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে তরুণবাবুর। শরীরে ক্রিয়েটিনিন অনেকটা বেড়ে গিয়েছে বলেই আচ্ছন্নভাব কাটছে না। এই কারণে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে হিমোডায়ালিসিস দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার চাহিদা তাঁর কিছুটা কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তরুণবাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Rujira Banerjee | ইডির তলব, আজই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়