উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই রায়ের পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। কাকদ্বীপে এদিন নবজোয়ার যাত্রার সমাপ্তি সভা থেকে এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গে বিজেপিকে তুলোধোনা করেন মমতা। জানান, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে এত শান্তিপূর্ণ ভাবে এত মানুষ মনোনয়ন জমা দিয়েছেন। এদিনের সভায় মমতা পরিসংখ্যান দিয়ে বলেন, ‘২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি।’ বাম আমলের প্রসঙ্গও টেনে মুখ্যমন্ত্রী জানান, ২০০৩ সালে ৭০ জন মারা গিয়েছিলেন। ২০০৮ সালে মারা গিয়েছিলেন ৩৬ জন। এদিন মমতা বলেন, ‘৬১ হাজার বুথ। সেখানে মাত্র দু’টো ঘটনা ঘটেছে। তা দেখিয়ে বলছে ঢাল নিয়ে, তরোয়াল নিয়ে চলে এসো। এসে কী করবে? ক্যাঁচকলা করবে!’ এই প্রসঙ্গেই মণিপুরের কথা তোলেন মমতা। প্রশ্ন করেন মণিপুরে কেন্দ্রীয় বাহিনী কী করেছে?
এদিন পরিবারতন্ত্র নিয়েও বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি বুঝিয়ে দেন, অভিষেক দীর্ঘ দিন ধরেই রাজনীতি করছে। উদাহরণ দিয়ে মমতা জানান, ১৯৯০ সাল থেকে রাজনীতি সচেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই সে পতাকা নিয়ে ‘দিদিকে কেন মারলে জবাব দাও’ বলে মিছিল করত। এরপরই একটি পারিবারিক ছবি অভিষেকের হাতে তুলে দেন মমতা।