উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর অনেকটাই শক্তিশালী বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (India Jot)। বর্তমানে বিরোধী জোটের মূল লক্ষ্য মোদি বাহিনীকে চাপে রাখা। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইতে পা দিতেই একপ্রস্থ জরুরি সারলেন করলেন উদ্ধব ঠাকরে ও আদিত্য ঠাকরের সঙ্গে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে ফের একবার এনডিএ (NDA) জোটকে নিশানা করে মুখ্যমন্ত্রীর বলেন, ‘এই সরকার খুব বেশি দিন স্থায়ী হবে না।’
তৃণমূল সুপ্রিমো মূলত গিয়েছেন আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে, কিন্তু এই সফরেও একগুচ্ছ জরুরি কর্মসূচি রেখেছেন তিনি। তারই মধ্যে অন্যতম ছিল উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)সঙ্গে বৈঠক। শুক্রবার বিকেলে ‘মাতোশ্রী’তে দুই নেতার সঙ্গে বৈঠক সারেন নেত্রী। সূত্রের খবর এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। তবে সংবাদমাধ্যমের সামনে বৈঠক নিয়ে উদ্ধব কোনও কথা বলেন নি। শুধু পারিবারিক সাক্ষাৎ বলে এড়িয়ে গেছেন।
তবে মুখ খুলেছেন মমতা। প্রথমত তিনি ‘সংবিধান হত্যা দিবস’ (Samvidhan Hatya Diwas) প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে বলেন, ‘বিজেপির আমলেও সবথেকে বড় এমার্জেন্সি হয়েছে।’ এরই সঙ্গে ‘ন্যায় সংহিতা আইন লাগু’ নিয়ে বলেন, ‘আমরা বুঝতেই পারছি না কোন কেসে কীভাবে এফআইআর (FIR) হবে।’ পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের বর্তমান অবস্থান প্রসঙ্গে নেত্রীর ব্যখ্যা, সারা দেশের নিরিখে শরিকদের সঙ্গে থাকলেও বাংলায় সিপিএম বা কংগ্রেসের সঙ্গে থাকা সম্ভব নয়।’ চলতি বছরে মহারাষ্ট্রে বিধানসভা ভোট। ভোট প্রচারে মহারাষ্ট্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন বলে জানিয়েছেন।