মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Mamata Banerjee | ‘থালা,বাটি বেচে হলেও আপনাদের সাহায্য করব’, ভোটারদের পাশে থাকার বার্তা মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় এসআইআর শুরুর দিনই রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ‘আমরা থাকতে বাংলার একজনেরও নাম বাদ দিতে দেব না। প্রয়োজনে নিজেদের জীবনের রক্ত দিয়ে হলেও তা রক্ষা করব।’

২০০২ সালের ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম নেই, তাঁদেরও আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘বিজেপির কথায় অযথা প্যানিক হবেন না। নিজেদের মূল্যবান প্রাণ এভাবে নষ্ট করবেন না। মা-বাবার সার্টিফিকেট ছাড়াও আরও অনেক নথি দেওয়া যাবে। সেই নথি গুলো করিয়ে নিন। আমাদের যে বিএলএ থাকবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।’

মমতা এদিন বলেন, ‘মনে রাখবেন, আমরা থালা,বাটি বেচে হলেও আপনাদের সাহায্য করব। আমাদের ভোট আমাদের অধিকার। এই হক আমরা কেড়ে নিতে দেব না, প্রয়োজনে বিজেপিকে উৎখাত করে দেব। জান দেব, কিন্তু মান কেড়ে নিতে দেব না।’  নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদীবাবু, শাহবাবুকে খুশি করতে কুর্সিবাবু নতুন ইতিহাস তৈরি করতে চাইছেন, ওনার ইতিহাস পাতিহাসে পরিণত হবে। বিহার প্রথমে বুঝতে পারেনি, যখন বুঝেছে, নাম কেটে বাদ গিয়েছে। কিন্তু আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবিলা করছি, যদি একটাও নাম বাদ যায়, বিজেপি সরকার ভেঙে ছাড়ব।’

উল্লেখ্য, এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর আক্রমণ ছিল অত্যন্ত চড়া সুরে। তিনি কার্যত ধুয়ে দেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। মমতা অভিযোগ করেন বিজেপি ২ কোটি ভোটারের নাম বাদ দিয়ে বাংলা দখলের প্ল্যান করছে। তাঁর কথায়,  ‘আসলে বাংলার ওপর ওদের খুব রাগ। বাংলার সঙ্গে ওরা পেরে ওঠে না। গদিওয়ালারা ভাবছে,  যেন তেন ভাবে ২ কোটি লোকের নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, বাংলাদেশে পাঠিয়ে দিই, কিংবা দেশ থেকে তাড়িয়ে ওদের ক্ষমতা দখল করে নিই।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Supreme Court | ‘এসআইআর নিয়ে কেন এত ভয় পাচ্ছেন?’ মামলাকারীদের বার্তা শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহারে এসআইআর নিয়ে আগেই মামলা...

Partha Chatterjee | বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ আত্মীয়দের, সত্যের জয় হবে বলে আশা প্রকাশ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ থেকে ২০২৫-এর নভেম্বর পর্যন্ত...

CM Mamata Banerjee | ১১০টি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কী সুবিধে মিলবে এতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে পাহাড়ি...

Tight security at Eden | বাড়তি সতর্কতা ইডেনে! আঁটসাঁট নিরাপত্তার বলয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর দেশের...