উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের একবার চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের দুঃখ, অভিমান, ক্ষোভ থাকতে পারে। কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন।’
এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আজও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই, তাঁরা ভালো করে করুক। আমার সমর্থন তাঁদের প্রতি ছিল, আছে, থাকবে। তাঁরা অনেক পরিষেবা দেন। তবে আমি বলি কি, আপনারা তো মানবিক। আপনারা অঙ্গীকারবন্ধ, মানুষকে সেবা দেওয়ার জন্য। যারা বড়লোক, কোটিপতি তাঁদের জন্য তো প্রাইভেট হাসপাতাল আছে। কিন্তু গরিব লোক, তাঁরা কোথায় যাবে?’
এরপর তিনি আরও বলেন, ‘আপনারা আন্দোলন করছেন ঠিক আছে,। আমি কোনও ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি মনে করি, আপনাদের দুঃখ, অভিমান, ক্ষোভ আছে। আপনারা বিচার চাইছেন। কিন্তু এবার আস্তে আস্তে কাজে জয়েন করুন।’