উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে (Maha Kumbh 2025) গিয়ে কিন্নর আখড়ায় (Kinnar Akhara) সন্ন্যাস গ্রহণ করেছিলেন প্রাক্তন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। রীতি মেনে সন্ন্যাস গ্রহণ করতে দেখা গিয়েছিল তাঁকে। সন্ন্যাসের পথে পা বাড়িয়ে কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর পদ পেয়েছিলেন তিনি। এরপরই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। অতীতে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকার পর কীভাবে তাঁকে মহামণ্ডলেশ্বর (Mahamandaleshwar) করা হল, তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। অবশেষে তাঁকে মহামণ্ডলেশ্বর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মমতা। তবে ফের তাঁকে ফিরতে হল কিন্নর আখড়ায়। ‘মহামণ্ডলেশ্বর’ পদ গ্রহণের কথাও জানান তিনি।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় কিন্নর আখড়ায় ফেরার কথা নিজেই জানান মমতা। প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন, আশ্রমের আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি। সনাতন ধর্মের টানে আশ্রমে ফিরতে হল তাঁকে।
গত ২৪ জানুয়ারি মহাকুম্ভে যোগ দিয়ে সন্ন্যাস সফর শুরু করেন মমতা কুলকার্নি। অভিষেকের মাধ্যমে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে তাঁকে বসানো হয়েছিল। এরপরই তাঁর মহামণ্ডলেশ্বর পদপ্রাপ্তি নিয়ে আপত্তি করেন অনেক সাধুসন্ত। এমনকি ১০ কোটি টাকা দিয়ে মহামণ্ডলেশ্বর পদ কেনার বিস্ফোরক অভিযোগও ওঠে মমতার বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন মমতা।