Sunday, June 4, 2023
HomeBreaking News‘অ্যাম্বুল্যান্স কেন মিলল না?’, উত্তরবঙ্গ মেডিকেলের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের

‘অ্যাম্বুল্যান্স কেন মিলল না?’, উত্তরবঙ্গ মেডিকেলের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অ্যাম্বুল্যান্সের ভাড়া না থাকায় মৃত সন্তানের দেহ ব্যাগে ভরে বাড়ির পথে রওনা হয়েছিলেন বাবা। মর্মান্তিক এই ঘটনায় শোরগোল পড়েছে রাজ্যজুড়ে। এবার এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দপ্তর। ‘অ্যাম্বুল্যান্স কেন মিলল না? ঠিক কী ঘটেছিল?’ সেই প্রশ্ন তোলা হয়েছে। সোমবারের মধ্যেই সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রিপোর্টে গাফিলতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপের ইঙ্গিত করা হয়েছে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা অসীম দেবশর্মা। পেশায় শ্রমিক। জানা যায়, শনিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসীমের ছয় মাসের সন্তানের। মেডিকেলের তরফে শিশুর দেহ নিয়ে যাওয়ার কথা বলতেই অ্যাম্বুল্যান্সের সন্ধান শুরু করেন অসীম। শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ায় যেতে অ্যাম্বুল্যান্স আট হাজার টাকা দাবি করে। পকেটে অত টাকা না থাকায় ১০২ নম্বরে ফোন করেন তিনি। ফোন ধরে একজন বলেন, ভাড়া লাগবে। বিনা পয়সায় হয় না। মেডিকেল কলেজের চিকিৎসকদের হাতে-পায়ে ধরে সমস্যাটি জানিয়েছিলেন। কিন্তু তাঁরা অ্যাম্বুল্যান্স ভাড়া করতে বলেন। সুপারকেও বলে কোনও লাভ হয়নি বলে অভিযোগ অসীমের। এরপর বাধ্য হয়ে মৃত সন্তানের দেহ ব্যাগে ভরে বাড়ির পথে রওনা দেন বাবা। সেই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments