আসানসোল: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সবজি বিক্রেতার। শনিবার আসানসোলের বারাবনি থানার রুনাকুড়াঘাটের কাছে মাজি পেট্রোলপাম্পের সামনে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আশিস অধিকারী। বাড়ি ঝাড়খণ্ডের জামতাড়ার নলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আশিস রুনাকুড়াঘাট পার করে বারাবনি থানার গৌরান্ডি বাসস্ট্যান্ডে আসছিলেন। সেই সময় রুনাকুড়াঘাটের কাছে মাজি পেট্রোলপাম্পের সামনে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।