ইসলামপুর: পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুরের (Islampur) সুজালি গ্রাম পঞ্চায়েতের ঢুলীগাঁও এলাকায়। মৃত ব্যক্তির নাম সোহারাপ আলি (৪৫)। ওই এলাকাতেই তাঁর বাড়ি বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এদিন পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। এরপর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়েই ওই ব্যক্তির পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা হাসপাতালে ভিড় জমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।