ওদলাবাড়ি: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ির ঘিস রেল সেতু সংলগ্ন এলাকায়। মৃতের নাম ভীম রায় (২২)। বাড়ি ওদলাবাড়ির ডিপোপাড়ায়। জানা গিয়েছে, এদিন ডাউন কামাখ্যা-পুরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে নিউ মাল রেল পুলিশ।
মৃতের কাকা রঞ্জিত রায় জানিয়েছেন, নির্মাণ শ্রমিকের কাজ করতেন ভীম। কিছুদিন আগেই বাড়ি ফেরেন তিনি। বাড়িতেই বেশির ভাগ সময় থাকতেন। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ভীম। কিছুক্ষণ পরই ঘিস রেল সেতুর কাছে ভীমের ছিন্নবিচ্ছিন্ন দেহ মেলে।
আরও পড়ুন : ভোরে ফুল তুলতে গিয়ে হাতির হামলায় মৃত্যু বৃদ্ধের