গঙ্গারামপুর: যুবককে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম দোমুঠো এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম নিবাস রায়। এদিন খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
গতকাল অশোকগ্রাম দোমুঠো এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনার পর বেশ কয়েকজনের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের আত্মীয়রা। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অভিযুক্ত নিবাস রায়ের দেহ উদ্ধার হয়। এদিন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা, গঙ্গারামপুর থানার আইসি সমীর দেউশা সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।