উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকমাস ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। তবে সেগুলি বেশিরভাগই পেয়েছেন ফোনকলের মাধ্যমে। কিন্তু এবার সরাসরি শুটিং সেটেই (Shooting set) এক ব্যক্তির কাছ থেকে হুমকি (Threat) পেলেন সলমন।
জানা গিয়েছে, বুধবার রাতে মুম্বইয়ের দাদরের শিবাজি পার্ক এলাকায় শুটিং করছিলেন সলমন। সেই সময় শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। গতিবিধি সন্দেহজনক দেখে সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে। তাই সলমন পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। এরপরই সলমনকে হুমকি দেন সেই ব্যক্তি এবং দাবি করেন তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi gang) লোক। এরপরই পুলিশ এসে আটক করে ওই ব্যক্তিকে শিবাজি পার্ক থানায় (Shivaji Park police station) নিয়ে যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সলমনের তরফে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান। মাস কয়েক আগে তাঁর বাড়ির বাইরেও গুলি চালানোরও অভিযোগ রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। এরপর দশেরার দিন মহারাষ্ট্রে খুন হয়েছেন সলমন ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকি। সেই ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। গ্রেপ্তার করা হয়েছে একাধিক অভিযুক্তকেও। এই ঘটনার পর থেকেই একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয় তাঁর কাছ থেকে। এরপরই ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সর্বক্ষণ নিরাপত্তার বেড়াজালে থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু তারপরও একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই যাচ্ছেন সলমন।