দিনহাটা: হোলির দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তপন বর্মন নামে এক তরুণের। খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার দিনহাটায় (Dinhata)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপনের বাড়ি দিনহাটা-১ নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বন্ধন দাস নামে এক তরুণ ঘটনায় মূল অভিযুক্ত। এদিন নেশাগ্রস্ত অবস্থায় তপনের সঙ্গে ঝামেলা বাঁধে বন্ধনের। তখনই তপনকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় বন্ধন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তপন। এদিকে, সুযোগ বুঝে অভিযুক্ত ওই তরুণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা জানিয়েছেন, সিঙ্গিমারী নদীর ধারে এই ঘটনাটি ঘটেছে।
পরিবার সূত্রে খবর, তপন বর্মন ও তাঁর মা রত্না বর্মন বাড়িতে একাই থাকতেন। ভিনরাজ্যে কাজ করতেন তপন। দু’মাস আগেই বাড়ি ফিরেছেন। এদিন ছেলের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। তিনি বলেন, ‘সকাল দশটায় বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিল বন্ধুবান্ধবের সঙ্গে। এরপর আর কোনও খোঁজ পাইনি ছেলের। বিকেল পাঁচটায় এক প্রতিবেশী জানান ছেলের দেহ দিনহাটা হাসপাতালে রয়েছে।’
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। এসপি দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় দুজনের মধ্যে ঝামেলা বাঁধে। যার ফলেই এই দুর্ঘটনা।’ তবে অভিযুক্ত বন্ধনের কাছে ওই আগ্নেয়াস্ত্র কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।