বেঙ্গালুরু : দীপাবলির রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে আতশবাজির ওপর বসেছিলেন এক তরুণ। বিস্ফোরণের তীব্রতায় মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃতের নাম সবরিশ (৩২)।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির রাতে সবরিশ বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি বন্ধুদের সঙ্গে বাজি ধরেন। বেশ কিছু আতশবাজির ওপর একটি কাঠবোর্ড রেখে তাঁকে সেখানে বসতে বলা হয়। আর তা করতে পারলে তাঁকে একটি নতুন অটো উপহার দেওয়া হবে, এই কথা বলা হয়।
সেই লোভে পড়ে নেশাগ্রস্ত অবস্থায় ওই তরুণ কাঠবোর্ডের ওপর বসেন। যদিও বন্ধুরা সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়েন। এর কিছুক্ষণ পরই বাজিতে শক্তিশালী বিস্ফোরণ হয়। আশপাশ ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন সবরিশ। তিনি গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ বেঙ্গালুরু) লোকেশ জাগালাসার বলেছেন, ‘একটি খুনের মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে।’