লন্ডন: দল বদলের বাজারে শেষ মুহূর্তে চমক লাল ম্যাঞ্চেস্টারের। তারা প্যারিস সাঁ জাঁ থেকে উরুগুয়ান মিডিও ম্যানুয়েল উগার্তেকে সই করিয়েছে। এজন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খরচ হয়েছে ৫০.৫ মিলিয়ন ইউরো। দলে যোগ দেওয়ার পর ম্যানুয়েল বলেছেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার মুহূর্তটা সত্যি অসাধারণ। ম্যাঞ্চেস্টার একটা উচ্চাকাঙ্ক্ষী দল। এখানকার সমর্থকরা অসাধারণ। আমি ওল্ড ট্র্যাফোর্ডে খেলার জন্য মুখিয়ে আছি।’
স্কটিশ মিডিও স্কট ম্যাকটোমিনে নাপোলিতে যোগ দেওয়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একজন সেন্ট্রাল মিডিওর দরকার ছিল। সেজন্যে উগার্তেকে আনা হয়েছে। এদিকে লোনে ওল্ড ট্র্যাফোর্ড থেকে চেলসিতে যোগ দিলেন জ্যাডন স্যাঞ্চো। ২০২১ সালে রেকর্ড অর্থ দিয়ে স্যাঞ্চোকে দলে ভেরায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর তিনি নিজের স্বাভাবিক ছন্দটা হারিয়ে ফেলেছেন। তার ওপর বর্তমান ম্যান ইউ কোচ এরিক টেন হাগের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভালো নয়। গত জানুয়ারিতে তিনি লোনে বরুসিয়া ডর্টমুন্ডে ফিরে গিয়েছিলেন। অন্যদিকে লোন ট্রান্সফারে চেলসি থেকে ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকে দলে নিল আর্সেনাল। পাশাপাশি দ্বিতীয় গোলরক্ষক হিসেবে বোর্নামাউথ থেকে নেটোকে দলে নিয়েছে তারা।