মানিকচক: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম ছেদু সরকার।
গত এক মাস আগে এক নির্মাণ সংস্থার হয়ে কাজ করতে মহারাষ্ট্রে পাড়ি দেয় ওই ব্যক্তি। রবিবার কর্মরত অবস্থায় বহুতল থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এদিন তাঁর মৃতদেহ এলাকায় এসে পৌঁছায়। এই বিষয়ে নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোলাম নুর নবী জানান, ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিকদের মৃত্যুর ঘটনা নতুন নয়। এলাকায় কর্মসংস্থানের অভাবে উপার্জনের আশায় ভিনরাজ্যে পাড়ি দেন এলাকার যুবকরা। কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হচ্ছে তাঁদের।