Top News

Manipur | প্রবল বন্যায় বিধ্বস্ত মণিপুর, ঘরছাড়া অন্তত ২০ হাজার মানুষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মণিপুরে হিংসার রেশ কাটতে না কাটতেই ভয়াবহ বন্যায় বিধ্বস্ত উত্তর-পূর্বের এই রাজ্য। গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে বাণভাসী মণিপুর(Manipur)। এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজার বাড়ি ভেঙে গিয়েছে। পরিস্থিতি মারত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই অন্তত ২০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সমীক্ষা অনুযায়ী দাবি, খোলা হয়েছে ১৪টি ত্রাণ শিবির। ২০ হাজার ৬৩৯ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এদের মধ্যে ত্রাণ শিবিরে ১২৫১ জন আশ্রয় নিয়েছেন।

একেতেই গত এক বছরের বেশি সময় ধরে হিংসায় বিধ্বস্ত ছিল মণিপুর। সেই রেশ না কাটতেই আবারও সমস্যায় জর্জরিত মণিপুরবাসী। জানা গিয়েছে, গত ১ জুলাই থেকে ইম্ফল ও তার আশপাশের এলাকায় অতিভারী বৃষ্টির জেরেই এই দুর্ভোগ। তবে সেই বৃষ্টি এখনও থামার কোনও লক্ষণ নেই। ইতিমধ্যেই উদ্ধারকারী দল কাজ শুরু করে দিয়েছে। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পুলিশ, দমকল, স্বাস্থ্য, জল, পিডব্লুডি, সেচ ও বন দপ্তরকেও উদ্ধারের কাজে নিযুক্ত করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বন্যায় (Flood) চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নানা জায়গায় ভূমি ধসের জেরে জনজীবন বিপর্যস্ত। নদীর ব্যাপক জলস্রোতে ভেসে গিয়েছে খাবুংগ কারোংগ গ্রামের এক চিকিৎসক। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ইম্ফলের (Imphal) নদী তীরবর্তী এলাকায় নদীর জলস্তর বেড়ে যাওয়ার বাঁধ ভেঙে বিপুল সংখ্যক চাষের জমি জলের নীচে চলে গিয়েছে। আপাতত সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে সরকারি কার্যালয়ও।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

NEET-UG 24 | পবিত্রতা নষ্ট হয়ে থাকলে নতুন করে পরীক্ষা, সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়ে মন্তব্য বিচারপতির

নয়াদিল্লি: নিট-ইউজিতে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা মেনে নিল সুপ্রিম কোর্ট। ডাক্তারির প্রবেশিকায় প্রশ্নপত্র ফাঁসের…

2 mins ago

Mamata Banerjee | উত্তরের বন্যা মোকাবিলায় সতর্ক দৃষ্টি, বিশেষ ফোন নম্বরের ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বানভাসি উত্তরবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের কথা মাথায় রেখে সোমবার…

4 mins ago

Mamata Banerjee | ‘১০ বছরে কিছুই করেনি’, গঙ্গার ভাঙন নিয়ে মোদি সরকারকে দুষলেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার বন্যা এবং ভাঙন পরিস্থিতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী…

11 mins ago

বাড়িতেই তৈরি করতে পারেন নাইট ক্রিম, জেনে নিন কীভাবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাজার থেকে দাম দিয়ে নাইট ক্রিম না কিনে বাড়িতেই তৈরি করতে…

11 mins ago

Snake | স্কুল চত্বর থেকে উদ্ধার প্রায় এক ডজন সাপ, আতঙ্কে পড়ুয়া-অভিভাবকরা

মালদা: স্কুল চত্বর থেকে এক ডজনেরও বেশি সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা(Malda) শহরে। ঘটনাটি…

22 mins ago

Army vehicle attacked | ফের উত্তপ্ত ভূস্বর্গ, কাঠুয়ায় সেনার গাড়িতে জঙ্গি হামলা

শ্রীনগর: সেনার গাড়িতে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা। সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার ঘটনা। সেনা…

30 mins ago

This website uses cookies.