Saturday, July 6, 2024
Homeজাতীয়Manipur Violence | মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের কনভয়ে হামলা, জখম ১

Manipur Violence | মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের কনভয়ে হামলা, জখম ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N. Biren Singh) নিরাপত্তারক্ষীদের কনভয়ে হামলা (Manipur Violence)। সোমবার সকালে কাঙ্গপোকপি জেলায় জাতীয় সড়ক ৫৩-এ পুলিশ কনভয়ে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় একজন পুলিশকর্মী জখম হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কে দুষ্কৃতীরা আচমকাই হামলা চালায়। কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। জখম হন মোইরাংথেম আজেশ নামে এক পুলিশকর্মী। তড়িঘড়ি তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভোটপর্ব মিটতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে (Manipur)। কুকি এবং মেইতেইদের সংঘর্ষে মৃত্যু এবং ঘর ছাড়ার ঘটনা ঘটেছে জিরিবাম জেলায়। কুকি জঙ্গিদের হামলার মুখে ইতিমধ্যেই ২০০ জনের বেশি মেইতেই এলাকা ছেড়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে জিরিবাম গুলালতল এলাকার কৃষক এস শরৎ কুমার সিংহের গলাকাটা দেহ ফাইজল পুঞ্জির জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ওই এলাকায় কুকি সম্প্রদায়ের বসতি থাকায় খুনের ঘটনায় জনজাতিদের অভিযুক্ত করে উত্তেজিত জনতা থানার সামনে বিক্ষোভ দেখান। মঙ্গলাবারই অশান্ত ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী বীরেনের। তার আগে এদিন নিরাপত্তা খতিয়ে দেখতে জিরিবাম জেলায় যাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেইসময় এই ঘটনা ঘটে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বর্ষাই আসল সময়, গাছ লাগাও, গাছ বাঁচাও

0
গোপাল দে বর্ষা চলে এল। বৃক্ষরোপণের সময়। একদিনও সময় নষ্ট না করে গণ উদ্যোগ শুরু করা যাক। এই সময়ে সর্ব স্তরের আলোচনায় উঠে আসুক -...

Euro Cup 2024 | ইউরোতে রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন      

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৯৯৬ সালে শেষবার ইউরো কাপ ঘরে তুলেছিল জার্মানি। ২৮ বছর পর এবার সেই কাপ জয়ের সুযোগ হাতের সামনে পেয়েও হাতছাড়া...

বিজয়োৎসবে জয়বাবুরও জয়ধ্বনি

0
রূপায়ণ ভট্টাচার্য জনসমুদ্রের মধ্যে ডিঙি নৌকোর মতো দুলছে এক হুডখোলা বাস। পাশে আরব সাগর। সাগরে তেমন ঢেউ নেই, যত ঢেউ ঐশ্বরিক মানব সাগরে। বাসের ছাদে...

আন্দোলন আবার কই, ‘বিপ্লব’ শুধু বিবৃতিতে

0
গৌতম সরকার শেষ দেখে ছাড়ব। প্রায়ই বলে থাকেন শুভেন্দু অধিকারী। রাজনীতিতে সাধারণ লব্জ এই শব্দবন্ধটা। শেষ দেখে ছাড়ব। আরও অনেকে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায়।...

West Bank | গাজার পর এবার নজরে ওয়েস্ট ব্যাংক, ইজরায়েলি হামলায় মৃত অন্তত ৭

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজায় অব্যাহত হামাস বনাম ইজরায়েল সংঘর্ষ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। এবার ইজরায়েলি সেনা তীব্র আক্রমণ শানায় ওয়েস্ট ব্যাংকে (West Bank)।...

Most Popular