উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে বিতর্কের কেন্দ্রে ও খবরের শিরোনামে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে দেশজুড়ে। এবার বলিউডের আরও এক ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ট্রেলার মুক্তি পাওয়ার পরই আইনি জটিলতায় জড়াল মনোজ বাজপেয়ীর নতুন ছবি ‘এক বান্দা কাফি হ্যায়’। ছবিটিতে আশারাম বাপু ও তাঁর অনুগামীদের অবমাননা করা হয়েছে বলে আইনি নোটিশ পাঠিয়েছে আশারাম বাপুর ট্রাস্ট।
ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবিতে তিনি সাধারণ এক উকিলের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম পি সি শোলাঙ্কি। কিন্তু আদালতে পকসো আইনে দায়ের হওয়া একটি মামলা সেই আইনজীবীর লড়াইয়ের গল্প তুলে ধরে। জানা গিয়েছে, এক নাবালিকাকে ধর্ষণ ও তার সঙ্গে আশারাম বাপুর যোগ নিয়ে ছবিটি তৈরি হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয়েছে আশারাম বাপুর ট্রাস্ট। অন্যদিকে, ছবির প্রযোজক আইনি নোটিশ পাওয়া বিষয়টি স্বীকার করে নিয়েছেন।