উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে মনোজ পন্থের (Chief Secretary Manoj Pant) মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্র। আজ সোমবারই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য থেকে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়।
সোমবার কেন্দ্র (Central Government) সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ায় আপাতত মনোজ পন্থকে আর মুখ্যসচিব পদ থেকে সরতে হচ্ছে না। প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে. ২০২৪ সালে অগাস্ট মাসে মুখ্য সচিব পদে দায়িত্ব নেন মনোজ পন্থ। এর আগে অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ দপ্তরের সচিব পদ থেকে সরিয়ে সেচ দপ্তরে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পরিবর্তে রাজ্যের নতুন অর্থসচিব করা হয় অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। কিন্তু পরবর্তীতে পন্থকেই রাজ্যের মুখ্যসচিব হিসেবে বেছে নেন মমতা। নিজের জীবনে বহু গুরুদায়িত্ব পালন করেছেন মনোজ পন্থ। প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকাকালীন তিনি তাঁর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। কেন্দ্রের যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন অফিসার হিসেবে পরিচিত এই ঠান্ডা মাথার আইএএস। মুখ্যমন্ত্রীর পাশে থেকে সামলেছেন আরজিকর হত্যার পর রাজ্যের পরিস্থিতি। বর্তমানেও নানা দিক থেকে কোণঠাসা রাজ্য সরকার। একদিকে ডিএ নিয়ে সুপ্রিকোর্টের রায়, চাকরি বাতিলের নির্দেশ, আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি মোকাবিলাও রাজ্যের কাছে চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে মনোজ পন্থের পুনর্বহাল রাজ্য প্রশাসনকে স্বস্তিতে রাখবে বলেই মনে করা হচ্ছে।