উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মণিপুরে(Manipur) গত ২৪ ঘন্টায় দুটি নিষিদ্ধ সংগঠনের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করল নিরাপত্তা বাহিনী। এছাড়াও মেইতেই সশস্ত্র বাহিনী আরাম্বাই টেঙ্গলের(Arambai Tenggol) ১ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে মণিপুর পুলিশ। বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ১ টি এসএলআর, ১ টি স্নাইপার রাইফেল, ২ টি বোল্ট-অ্যাকশন রাইফেল, ১ টি ৯ এমএম পিস্তল, ৫ টি গ্রেনেড এবং টু-হুইলার সহ বেশ কিছু বিস্ফোরক।
থৌবাল(Thoubal) এবং বিষ্ণুপুর(Bishnupur) জেলার থেকেই এই নিষিদ্ধ বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে, অপহরণ এবং তোলাবাজির দায়ে। ইম্ফলের জনৈক পুলিশ আধিকারিক জানান, থৌবালের ছারাঙ্গাপাত মায়াই লেইকাই থেকে কাংলেইপাক কম্যুনিস্ট পার্টির(Kangleipak Communist Party) ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে ১ টি গ্রেনেড, ৫ টি ‘ডিমান্ড লেটার’, ৫ টি মোবাইল, ১৩ টি সিম এবং ১ টি গাড়ি উদ্ধার করা হয়েছে।
অপর একটি অভিযানে বিষ্ণুপুরের কুম্বি জেলা থেকে পিআরইপিএকে(PREPAK)নামক এক নিষিদ্ধ গোষ্ঠীর নংমাইথেম গুনামনি ওরফে আল্লু(৩২) নামের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরাম্বাই টেঙ্গলের ১ জন সদস্য খুল্লেম সঞ্জীপ ওরফে ভীম(৩০)কে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। গত ৩১ অক্টোবর ইম্ফলের সেনাপাতি জেলায় ২ জন নাগাল্যান্ডের বাসিন্দাকে আক্রমনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।