উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাওবাদিদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের (Chhattisgarh) বাস্তার এলাকায় অভিযান চালিয়ে এদিন ২৮ মাওবাদীকে খতম করা হয় (Maoists Gunned Down)। মাওবাদী দমন অভিযানে এটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
শুক্রবার দুপুর ১ টা নাগাদ বাস্তার অঞ্চলের জঙ্গলে অভিযান শুরু হয়। নারায়ণপুর ও দান্দেওয়াড়া জেলার সীমান্তবর্তী এলাকার অবুঝমাড় এলাকায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের (STF) জওয়ানরা এই অভিযানে শামিল ছিল। বাস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, থুলথুলি ও নেন্দুর গ্রামের মধ্যবর্তী জঙ্গল এলাকায় তীব্র গুলিবিনিময়ের পর ২৮ জন নকশালপন্থীকে খতম করা গেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে একে ৪৭ রাইফেল (AK-47), এসএলআর উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ২০২৪ সালের মধ্যে ১৮৫ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে গত ১৬ এপ্রিল কাঙ্কর জেলায় কয়েকজন নেতৃস্থানীয় ক্যাডার সহ ২৯ জন মাওবাদীকে এনকাউন্টারে হত্যা করা হয়।
এই মাওবাদী দমন অভিযানকে বড় সাফল্য দাবি করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও (Vishnu Deo) নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারতে নকশালপন্থীরা তাঁদের শেষ নিঃশ্বাস নিচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা গত ৯ মাসে ২ বার ছত্তিশগড়ে এসে ২০২৬ সালের মধ্যে মাওবাদকে চিরতরে শেষ করার বার্তা দিয়েছেন।’