উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাওবাদী দমন অভিযানে বড়সড়ো সাফল্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫ মাওবাদীর। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় রাজ্যের বস্তারের অবুঝমাড় জঙ্গলে। মৃত মাওবাদীদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৫টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মাওবাদীদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন দুই জওয়ানও। তাঁদের চিকিৎসা চলছে রায়পুর হাসপাতালে। এখনও চলছে দুইপক্ষের গুলির লড়াই।
ছত্তিশগড় রাজ্যের বস্তারের অবুঝমাড় জঙ্গলে বেশ কয়েকদিন ধরে ঘাঁটি গেড়ে ছিল মাওবাদীরা। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে অবুঝমাড় জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ। গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। বেগতিক দেখে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে নিহত হয় ৫ মাওবাদী জঙ্গী। মাওবাদীদের গুলিতে জখম দুই জওয়ানকে উদ্ধার করে রায়পুরে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বস্তার রেঞ্জের আইজিপি পি সুন্দররাজ বলেন, “তল্লাশি অভিযান এখনও চলছে। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে মাওবাদীরা গুলি চালাচ্ছে।”