উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার (Argentina) প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার (Diego Maradona) মৃত্যুতে অবহেলার অভিযোগে অভিযুক্ত আট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিচার হবে। এদের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। তাঁর মৃত্যুর তদন্তে নেমে বুধবার এক রায়ে এমনটাই জানা গিয়েছে। মস্তিস্কে রক্ত জমাট বাঁধার ফলে অস্ত্রোপচারের পর বিশ্রামে ছিলেন মারাদোনা। তারপরই ২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ফুটবলের জাদুকরের। মারাদোনার মৃত্যুর কয়েক দিন পর তাঁর চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসক ও নার্সদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করে সে দেশের আদালত। তদন্তে ২০ জনের বিশেষজ্ঞের একটি দলও গঠন করা হয়। তাঁরাই সিদ্ধান্তে পৌঁছন যে ফুটবল তারকার চিকিৎসায় গাফিলতি হয়েছিল। উপযুক্ত চিকিৎসা পেলে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ছিল।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মারাদোনার নিউরোসার্জন এবং ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা কোসাচভ, মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ, নার্স গিসেলা মাদ্রিদ এবং রিকার্ডো আলমিরন, তাঁদের প্রধান কর্তা মারিয়ানো পেরোনি এবং ডাক্তার পেড্রো ডি স্পাগনা এবং ন্যান্সি ফোরলিন। যদিও তাঁরা সবাই অভিযোগ অস্বীকার করেছেন। বিচারের কোনও তারিখ নির্দিষ্ট না হলেও অভিযোগ প্রমাণিত হলে সে দেশের আইন অনুযায়ী দোষীদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন : ইংল্যান্ড পৌঁছেই করোনায় আক্রান্ত কোহলি, নাও খেলতে পারেন প্রস্তুতি ম্যাচ