ফালাকাটা: ফালাকাটা স্টেশন লাগোয়া রেল কোয়ার্টার থেকে উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ। মৃত ওই মহিলার নাম বাবলী দেবী (২৫)। বুধবার রাত প্রায় ৮ টা নাগাদ টাইপ-১ এলাকার রেলের আবাসনের মেঝে থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ফালাকাটা থানার পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা গৃহবধূর স্বামী রেলকর্মী রঞ্জন কুমার।
জানা গিয়েছে, মৃত গৃহবধূর স্বামী রঞ্জন কুমার রেলের ট্র্যাকম্যান পদে কর্মরত। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে ওই দম্পতির বাড়ি বিহারের ছাপরায়। মাস কয়েক আগে তারা নতুন কোয়ার্টারে উঠেছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রতিদিন ওই দম্পতির মধ্যে কলহ লেগেই থাকতো। পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্য কলহের জেরে হয়তো ওই গৃহবধূকে খুন করে পালিয়ে গেছেন স্বামী রেলকর্মী রঞ্জন। তবে কখন খুনের ঘটনা ঘটেছে, তা টের পাইনি কেউ।
এদিন সন্ধ্যায় ওই রেলকর্মীর এক বন্ধু এসে কোয়ার্টারের দরজা খুলতেই দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছে মহিলার নিথর দেহ। তার চিৎকারে আশপাশের রেলকর্মীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। পরে ফালাকাটা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য বলেন, রেল কোয়ার্টার থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের তার ময়নাতদন্ত হবে।

