চোপড়া: বাড়ির লোকের অমতে বিয়ে করেছে মেয়ে। আর সেই কারণে রীতিমত ঢাকঢোল পিটিয়ে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল তাঁর পরিবার। পাত পেড়ে খেয়ে গেলেন আমন্ত্রিত অথিতিরাও। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতে।
মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের বছর ১৯-এর কলেজ পড়ুয়া মেয়ে চলতি মাসে পরিবারের লোকের অমতে, নিজের পছন্দে বিয়ে করে। কিন্তু এই ঘটনায় নাকি গভীরভাবে মর্মাহত হয় তাঁর পরিবার। তাঁদের দাবি, এই ঘটনায় তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে। আর সেই কারণেই শনিবার রীতিমত পুরোহিত ডেকে, সকল নিয়ম মেনে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই বিষয়ে ওই তরুণীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।