উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ প্রায় ৮ মাস ধরে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠল এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের দেওয়াসে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম পিঙ্কি প্রজাপতি (৩০)। তাঁকে খুনে অভিযুক্ত সঞ্জয় পতিদারকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সঞ্জয় বিবাহিত। তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তরুণীর। সঞ্জয় পাঁচ বছর ধরে পিঙ্কির সঙ্গে লিভ-ইনে ছিলেন। তাঁরা দুজনে ভাড়া বাড়িতে থাকতেন। বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন পিঙ্কি। সেকারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণীকে সম্ভবত গত বছরের জুন মাসে খুন করা হয়েছে। খুনের পর দেহ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। শুক্রবার ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বর্তমান ভাড়াটিয়া ও প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিক ধীরেন্দ্র শ্রীবাস্তবকে জানান। তিনি খবর দেন থানায়। এরপর ফ্রিজ থেকে উদ্ধার হয় তরুণীর দেহ।
দেওয়াসের পুলিশ সুপার পুনিত গেহলট একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রেফ্রিজারেটর থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। শ্রীবাস্তব ২০২৩ সালের জুনে সঞ্জয়কে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। এক বছর পর সঞ্জয় বাড়িটি খালি করলেও তাঁর কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলেন। তিনি মাঝে মধ্যে সেখানে যেতেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।