উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ব্রিটেন। ক্রমশ কমছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ঘোষণা করল ব্রিটেন সরকার। আগামী সপ্তাহ অর্থাৎ ২৭ জানুয়ারি থেকে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। বাড়ি নয় এখন থেকে অফিসে গিয়েই কাজ করতে পারবেন কর্মীরা। এমনটাই ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
জানা গিয়েছে, সে দেশের করোনা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। সেই কারণে প্রধানমন্ত্রী জানান, স্বাভাবিক ছন্দে ফিরবে ইংল্যান্ড। মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। বড় কোনও জমায়েতে ঢুকতে এতদিন জোড়া টিকার শংসাপত্র দেখানো প্রয়োজন হত। তবে ২৭ জানুয়ারি থেকে এতে ইতি পড়তে চলেছে। পাশাপাশি সমস্ত বিধিনিষেধও শিথিল করে দেওয়া হয়েছে। তবে মাস্ক পরা প্রসঙ্গে জনসন জানিয়েছেন, বড় কোনও জমায়েত, বদ্ধ জায়গায় অনেকক্ষণ থাকার ব্যাপার বা বহু অচেনা মানুষের সংস্পর্শে এলে মাস্ক পরে থাকাটা উচিত।