নয়াদিল্লি: পাকিস্তানের রাস্তায় প্রকাশ্যে ভাষণ দিচ্ছেন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। সম্প্রতি এমনই কিছু রিপোর্ট প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ ভারত। মাসুদ আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাসবাদী। তাঁকে ‘সন্ত্রাসবাদী’ হিসাবে চিহ্নিত করেছে রাষ্ট্রসংঘও। ভারতে একাধিক জঙ্গি হামলার নেপথ্যে মাসুদের হাত রয়েছে বলে অভিযোগ। নয়াদিল্লি বরাবরই অভিযোগ করেছে, মাসুদ গা ঢাকা দিয়ে আছেন পাকিস্তানে। কিন্তু পাকিস্তান বরাবর সেই অভিযোগ অস্বীকার করে এসেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট সত্য হলে তা আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের ‘দ্বিচারিতা’ ফাঁস করেছে বলে দাবি নয়াদিল্লির। সেই সঙ্গে মাসুদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও জানিয়েছে তারা।
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে প্রকাশ্যে ভাষণ দিয়েছেন জইশ প্রধান। বিশ্বের তাবড় তদন্তকারী সংস্থা তাঁকে খুঁজছে। এই অবস্থায় কী করে পাকিস্তানের রাস্তায় প্রশাসনের চোখ এড়িয়ে তিনি প্রকাশ্যে ভাষণ দিতে পারলেন, সেই প্রশ্ন তুলেছে ভারত। শুক্রবার এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা ওঁর (মাসুদের) বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। অবিলম্বে ওঁকে আইনের আওতায় এনে সাজা দেওয়া উচিত। মাসুদ যে পাকিস্তানে আছেন, তা বারবার অস্বীকার করেছে ইসলামাবাদ।’ জয়সওয়াল আরও বলেন, ‘রিপোর্ট ঠিক হলে তা নিঃসন্দেহে পাকিস্তানের দ্বিচারিতার প্রমাণ। মাসুদ ভারতের সীমান্তে একাধিক জঙ্গিহানা ঘটিয়েছেন। আমরা তাঁর শাস্তি চাই।’