উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝরাতে দাউ দাউ করে জ্বলছে বহুতল। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হরিয়ানার সোনিপতে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সোনিপতে ওই আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে বহুতলটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। সোনিপাত ফায়ার ডিপার্টমেন্ট এবং দিল্লি ফায়ার ডিপার্টমেন্টের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বহুতল থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।