Tuesday, May 30, 2023
Homeজাতীয়মোদির নামে মুহুর্মুহু স্লোগান-দেদার পুষ্পবৃষ্টি, কর্নাটকে শেষ দিনের প্রচারে চমক প্রধানমন্ত্রীর

মোদির নামে মুহুর্মুহু স্লোগান-দেদার পুষ্পবৃষ্টি, কর্নাটকে শেষ দিনের প্রচারে চমক প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিয়রে কর্নাটকের বিধানসভা নির্বাচন। বাকি আর ৩ দিন। তাই শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে হাইভোল্টেজ রোড-শো-র সাক্ষী থাকল কর্নাটক। এমনিতে প্রচারে কোনও খামতি রাখেনি বিজেপি। গত কয়েকদিন ধরেই একের পর এক রোড শো করে চলেছেন প্রধানমন্ত্রী। গতকালও বেঙ্গালুরুতে ছিল মোদির রোড শো। রবিবার ১০ কিমি এলাকা জুড়ে রোড শো করেন তিনি। নিউ তিপ্পেসান্দ্রা জাংশনের কেম্পেগৌড়া স্ট্যাচু থেকে এই রোড শো শুরু হয়। এমজি রোডের ট্রিনিটি সার্কেলে গিয়ে রোড শো শেষ হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই রোড শোয়ে দক্ষিণ ও মধ্য বেঙ্গালুরুর প্রায় এক ডজন বিধানসভা কেন্দ্র ছিল। এদিনের রোড শো ঘিরে জমজমাট আয়োজন ছিল গোটা যাত্রাপথে। মোদিকে দেখতে রাস্তার দু-পাশে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কেউ পুষ্পবৃষ্টি করেছেন কেউ মোবাইলে ছবি তুলেছেন আবার কেউ বা প্রধানমন্ত্রীকে একটু ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছেন। রাস্তা জুড়ে অবিরত ‘মোদি-মোদি’ স্লোগান উঠেছে আকাশ বাতাস কাঁপিয়ে।

এদিন রোড শো শেষে টুইটারে ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।  তিনি জানান, বেঙ্গালুরুতে যে স্নেহ ভালবাসা আমি পেলাম তা যদি ভাষায় প্রকাশ করার মতো হত, সব কর্নাটকবাসীকে প্রণাম জানাই।’ আজ রবিবারই ছিল কর্নাটকে প্রচারের শেষ দিন। আগামী ১০ মে ভোট হতে চলেছে এখানে। ১৩ মে ফলপ্রকাশ হবে। তার আগে মোদিকে টানা প্রচারে নামিয়ে বিজেপি দেখিয়ে দিল কর্নাটকের সিংহাসন জয় করতে তাঁরা কতটা মরিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments