সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Matelli | উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন চালু না হওয়ায় সমস্যা

শেষ আপডেট:

রহিদুল ইসলাম, চালসা: অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন। বর্তমানে এলাকার একটি ক্লাবঘরে চলছে উপস্বাস্থ্যকেন্দ্রটি। ওই ক্লাবঘরে নেই বিদ্যুতের সংযোগ, নেই পর্যাপ্ত পরিকাঠামো। ফলে অত্যন্ত সমস্যার মধ্যে কেন্দ্রটি চালাতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। দ্রুত ভবনের কাজ শেষ করে সেখানে উপস্বাস্থ্যকেন্দ্র চালুর আবেদন জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

এবিষয়ে সংশ্লিষ্ট ভবনের কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার আশিস পাল বলেন, ‘জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ওই ভবন তৈরি করা হচ্ছে। টাকা না পাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। টাকা পেলেই দ্রুত কাজ চালু করা হবে।’

মেটেলি (Matelli) ব্লকের মাটিয়ালি-বাতাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের টিক লাইন উপস্বাস্থ্যকেন্দ্রের বর্তমান পরিস্থিতি এটাই। ওই দ্বিতলবিশিষ্ট উপস্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ প্রায় একমাস ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে এলাকার একটি ক্লাবঘরে পরিকাঠামোহীন অবস্থায় চলছে কেন্দ্রটি। প্রচণ্ড গরমে বিদ্যুৎহীনভাবে ছোট ওই ক্লাব ঘরে উপস্বাস্থ্যকেন্দ্র চালাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মী বাণীশ্রী ভট্টাচার্য, সুস্মিতা রায়ের বক্তব্য, ক্লাবঘরটিতে উপস্বাস্থ্যকেন্দ্র চালানোর মতো পরিকাঠামো নেই। খুবই সমস্যা হচ্ছে। বিশেষ করে যেদিন গর্ভবতী মা ও শিশুদের ভ্যাকসিন দেওয়ার তারিখ থাকে, সেদিন সমস্যা চরমে পৌঁছায়। দ্রুত নতুন ভবনটিতে উপস্বাস্থ্যকেন্দ্রটি চালু করার আবেদন জানিয়েছেন তাঁরা।

এলাকার পঞ্চায়েত সদস্য স্বপ্না ওরাওঁ বলেন, ‘প্রায় সাত-আট মাস আগে কাজটি শুরু হয়। বেশিরভাগ কাজই শেষ হয়ে গিয়েছে। কিছু কাজ বাকি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।’

মেটেলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, ‘আমি ক্লাবঘরে চলা উপস্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছি। সেখানকার সমস্যাগুলি শুনেছি। দ্রুত যাতে নতুন ভবনটির কাজ শেষ করে চালু করা হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Malda | ভয়ংকর পরিস্থিতি! দ্রুত গতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ টোটোর, আহত একাধিক

গাজোল: রাত প্রায় সাড়ে বারোটা। ৫১২ নম্বর জাতীয় সড়কের...

Buniadpur | পরীক্ষার ভয়ে ২দিন গায়েব, পকেট ফাঁকা হতে ফিরল পরীক্ষার্থী 

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: ১২ মার্চ ছিল একাদশের রসায়নের পরীক্ষা।...

Dhupguri | রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ধূপগুড়িতে গ্রেপ্তার বিবাহিত তরুণ

শুভাশিস বসাক, ধূপগুড়ি : ১৬ বছরের এক কিশোরীকে রাস্তা...

Aliputduar | আলিপুরদুয়ার জেলা হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : আরজি কর কাণ্ডের পরই রাজ্যজুড়ে...