Saturday, July 6, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গMathabhanga | পুলিশ বলছে পারিবারিক বিবাদ! মাথাভাঙ্গা আদালতে জবানবন্দি দিলেন রুইডাঙ্গার নির্যাতিতা...

Mathabhanga | পুলিশ বলছে পারিবারিক বিবাদ! মাথাভাঙ্গা আদালতে জবানবন্দি দিলেন রুইডাঙ্গার নির্যাতিতা  

ঘোকসাডাঙ্গাঃ চোপড়া কাণ্ডের পর মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য শিলিগুড়িতে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়ায় রাজ্যপাল না গেলেও শিলিগুড়িতে বোসের সঙ্গে দেখা করতে এসেছিলেন মাথাভাঙ্গার ২ ব্লকের রুইডাঙ্গার নির্যাতিতা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরদিনই অর্থাৎ বুধবার মাথাভাঙ্গা আদালতে জবানবন্দি দিলেন নির্যাতিতা বিজেপি নেত্রী। এদিকে এই ঘটনা খতিয়ে দেখতে কোচবিহারে এসেছে জাতীয় মহিলা কমিশন এর এক প্রতিনিধি দল। নির্যাতিতার সঙ্গে দেখা করতে এসেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি গোটা ঘটনার সিবিআই তদন্ত দাবি করছে। এদিকে পুলিশের দাবি, নির্যাতনের ঘটনাটি পারিবারিক বিবাদ। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। তবে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনায় জড়িত সন্দেহে মোট সাত জন কে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। এই নিয়ে ঘটনার পর পুলিশ একটি বিবৃতি প্রকাশ করেছে।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, বিজেপি নেত্রীর ওপর নির্যাতনের ঘটনাটি পুরোপুরি ভিত্তিহীন। নির্যাতিতা বলে যে মহিলাকে সবার সামনে তুলে ধরা হচ্ছে, তাঁর বাড়ির সামনে তারই কিছু আত্মীয়ের সঙ্গে তার মারামারি হয়। এর পর সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ২৫ জুন মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি এলাকায় বিজেপির সংখ্যালঘু সেলের জেলা কমিটির এক সদস্যকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তারপর ওই নির্যাতিতা কোচবিহার এমজেএন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভর্তি হন। এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় এক তৃণমূল নেতার। বিরোধী দলনেতার সঙ্গে ফোনে কথা হয় নির্যাতিতা নেত্রীর। ঘটনার পরেই কোচবিহারে আসে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সহ জেলার মহিয়া বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার শিলিগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন নির্যাতিতা। আর তারপরেই এদিন সকালে ওই নির্যাতিতা ঘোকসাডাঙ্গা থানায় আসেন। ঘোকসাডাঙ্গা পুলিশ তাকে মাথাভাঙ্গা আদালতে পাঠানো ব্যবস্থা করে। সেখানেই তিনি জবানবন্দি দেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Copa America | প্রথম বারেই বাজিমাত! কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় সেমিফাইনাল পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। শেষ চারে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মাঠ নেমেছিল কানাডা ও...

Euro Cup 2024 | ২০১৬ সালের বদলা! টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্স

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নয়তো কিলিয়ান এমবাপ্পে একজনের জন্য বিদায়ের মঞ্চটা প্রস্তুতই ছিল। ছিল আট বছর আগে ইউরোর ফাইনাল খেলা ফ্রান্স...

Hathras Stampede | ‘গভীরভাবে শোকাহত’, হাথরস বিপর্যয়ে মুখ খুললেন ভোলে বাবা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাথরসে ধর্মগুরু সুরজপাল সিং (Suraj Pal Singh) ওরফে ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের। ঘটনার পর থেকে...

Mukul Roy | মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন মুকুল রায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়িতে পড়ে মাথায় চোট পেয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। তাঁকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। রিপোর্ট...

Sonarpur attack | বিজেপি কর্মীর উপর হামলা, স্ত্রী-পুত্রকে ধারালো অস্ত্রের কোপ! অভিযুক্ত তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি কর্মী এবং তাঁর স্ত্রী ও পুত্রের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur attack)...

Most Popular