নয়াদিল্লি : আসন্ন টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত।
সুপার ১২-র প্রথম ম্যাচ ২২ অক্টোবর। গতবারের চ্যাম্পিয়ন ও এবারের আয়োজক অস্ট্রেলিয়া মুখোমুখি নিউজিল্যান্ডের। যদিও মূল আকর্ষণ ২৩ অক্টোবরের মেলবোর্নে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে। গতবারের মতো এবারও টি২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ দিতে ভারতের অভিযান শুরু হচ্ছে।
ক্রিকেট দুনিয়া যে ম্যাচের দিকে তাকিয়ে। সূচি প্রকাশের পর ডেল স্টেইন, মাইকেল ভনরা রীতিমতো উত্তেজিত দুই প্রতিবেশীর লড়াই নিয়ে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির পেসার স্টেইনের কথায়, ভারত-পাকিস্তান শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়, তারচেয়ে অনেক বেশি কিছু। মুখিয়ে রয়েছেন জ্যামপ্যাক মেলবোর্নে সেই ডুয়েল চাক্ষুষ করতে।
স্টেইন এদিন বলেন, ইন্দো-পাক বিশ্বকাপ ম্যাচ ঘিরে ক্রিকেট-উন্মাদনা চরমে পৌঁছোবে। ক্রিকেটের অন্যতম সেরা কেন্দ্র মেলবোর্ন। ২০১৫-র বিশ্বকাপে মেলবোর্নে আমরা খেলেছিলাম। গ্যালারি এতটাই লাউড ছিল, কিছুই শুনতে পাচ্ছিলাম না। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ। উন্মাদনার পারদ আরও বেশি হবে।
ইন্দো-পাক ক্রিকেট ডুয়েলের উত্তেজনার আঁচ মাইকেল ভনের কথাতেও। এতটাই মুগ্ধ, যে অ্যাসেজের চেয়ে এগিয়ে রাখছেন। রাখঢাক না করেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা অ্যাসেজকে বিশ্ব ক্রিকেটের এক নম্বর ধরে থাকি। যদিও বাস্তবে তা কিন্তু নয়। ভারত-পাকিস্তানই বিগেস্ট গেম। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে প্রথমবার সত্যিকারের চাপের মুখে পড়বে। ম্যাচটা দেখার জন্য মুখিয়ে আছি। এপিক ইভেন্ট হতে চলেছে ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ।
অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের মতে, গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের বদলা নেওয়ার মেজাজে থাকবে ভারতীয় দল। তাঁর কথায়, বিশাল ম্যাচ। ক্রিকেট দুনিয়ার সবাই এই বিষয়ে অবগত। দুই দল তেঁতে থাকে। তবে আসন্ন ম্যাচ ভারতের কাছে কার্যত বদলার লড়াই। গত নভেম্বরে টি২০ বিশ্বকাপে হারের শোধ নিতে মুখিয়ে থাকবে ভারতীয় দল।
টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ
২৩ অক্টোবর প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। খেলা মেলবোর্নে।
২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ যোগ্যতাঅর্জনকারী দল। খেলা সিডনিতে।
৩০ অক্টোবর তৃতীয় ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা পারথে।
২ নভেম্বর চতুর্থ ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ। খেলা অ্যাডিলেডে।
৬ নভেম্বর পঞ্চম ম্যাচ। প্রতিপক্ষ যোগ্যতাঅর্জনকারী দল। খেলা মেলবোর্নে।