তিরুবনন্তপুরম: যৌন হেনস্তার অভিযোগে উত্তাল মালয়ালম সিনেজগৎ (Malayalam Film Industry)। মি টু’র অভিযোগ তুলেছেন মালয়ালম ছবিতে কাজ করা বহু অভিনেত্রী। অভিযুক্তের তালিকায় রয়েছেন চলচ্চিত্র পরিচালক রঞ্জিত, সিপিআইএমের অভিনেতা- বিধায়ক এম মুকেশ সহ বেশ কয়েকজন প্রবীণ প্রযোজক, পরিচালক ও অভিনেতা। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কলাকুশলীদের হেনস্তা ও যৌন নিগ্রহের শিকড় কতটা গভীরে ছড়িয়েছে হেমা কমিটির রিপোর্টে সেটা বোঝা গিয়েছে। হেনস্তার শিকার সিনেশিল্পীদের তালিকায় সর্বশেষ সংযোজন বিশিষ্ট অভিনেত্রী রাধিকা শরৎকুমার এবং মালা পার্বতী। দু’জনেই নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানিয়েছেন।
রাধিকা জানান, একটি ছবিতে কাজ করার সময় নায়িকাদের নগ্ন দৃশ্য রেকর্ড করার জন্য পোশাক পরিবর্তনের ভ্যানে গোপন ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছিল। পরে সেইসব ফুটেজ ভাগাভাগি করে নেয় সিনেমার সঙ্গে যুক্ত কয়েকজন পুরুষ। রেকর্ডিংগুলি তাদের মোবাইল ও কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারে রাখা ছিল। প্রতিটি ফোল্ডারের নামকরণ সংশ্লিষ্ট অভিনেত্রীর নামে রাখা হয়। তবে যে ছবির শুটিং চলাকালীন এই কাণ্ড ঘটেছিল, তার নাম জানাতে রাজি হননি রাধিকা। তাঁর দাবি, শুধু মালয়ালম নয়, অন্যান্য ভাষার ইন্ডাস্ট্রিতেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। রাধিকার কথায়, ‘মহিলারা আমার কাছে এসে বলেছেন, দয়া করে আমাদের সাহায্য করুন, এটা শুধু কেরলে নয়, বিভিন্ন ভাষায় হয়ে থাকে।’ প্রবীণ অভিনেত্রীর আক্ষেপ, ‘কোনও পুরুষ মুখ খোলেননি, কোনও পুরুষ কিছু বলেননি…সরব হওয়ার দায়িত্ব শুধু মহিলাদের।’
২০১০-এ মালয়ালম ছবি অপূর্বরাগমের শুটিংয়ের সময় যৌন নির্যাতনের অভিযোগ করেছেন অভিনেত্রী মালা পার্বতী। ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করা অভিনেতার হাতে কীভাবে তাঁকে নিগ্রহের শিকার হতে হয়েছিল সেই কথা জানিয়েছেন তিনি। ঘটনার পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ৬ মাস কাজের জগতে ফিরতে পারেননি। পরে স্বামীর কথায় ফের শুটিং শুরু করেন। পার্বতী জানান, তাঁর স্বামী তাঁকে বলেছিলেন, ‘পিছিয়ে যেও না লড়াই চালিয়ে গেলে তুমিই জিতবে।’
হেমা কমিটির রিপোর্টকে স্বাগত জানিয়েছেন মালয়ালম চলচ্চিত্রশিল্পী সংগঠনের সদ্য প্রাক্তন সভাপতি অভিনেতা মোহনলাল। শনিবার তিনি বলেন, ‘অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস কোনও শ্রমিক সংগঠন নয়। এটি একটি পরিবার।’ শিল্পী সংগঠনের প্রাক্তন সভাপতি হিসাবে তাঁর পক্ষেও চুপ করে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন মোহনলাল। আগামী দিনে মি টু-কে কেন্দ্র করে মালয়ালম সিনেমা জগৎ যে আরও উত্তাল হবে, বর্ষীয়ান অভিনেতার কথায় সেই ইঙ্গিত স্পষ্ট।