উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানহানি মামলায় ৫ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হল সমাজকর্মী মেধা পাটেকরকে (Medha Patkar)। বর্তমানে দিল্লির লেফ্টন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বিগত ২৩ বছর আগে মেধার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। দু’দশক ধরে চলা এই মামলায় সোমবার রায় দিল দিল্লির এক আদালত (Delhi Court)।
ঘটনার সূত্রপাত ২০০০ সালে। সেই সময় ভিকে সাক্সেনাকে (V K Saxena) ‘কাপুরুষ’ বলেছিলেন মেধা পাটেকর। এছাড়াও সাক্সেনার বিরুদ্ধে মেধার অভিযোগ ছিল, হাওলা লেনদেনে যোগ রয়েছে তাঁর। দু’দশকেরও বেশি সময় ধরে চলা এই মামলায় যাবতীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা মেধা পাটেকরের বিরুদ্ধে ওঠা এই মানহানি মামলার সাজা শোনান। যদিও আদালত এক মাসের জন্য সাজা স্থগিত রেখেছে, যাতে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে পারেন মেধা।
উল্লেখ্য, মেধা পাটেকর ও ভিকে সাক্সেনার মধ্যে আইনি লড়াই চলছে দু’দশক ধরে। এই মামলায় সাজা নিয়ে দুই পক্ষের সওয়াল জবাব শেষ হয়েছে গত ৩০ মে। তবে তার সাজা ঘোষণা হল ১ জুলাই।