উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাল ওষুধের কারবার যেন থামতেই চাইছে না রাজ্যে। এবার হাওড়ার আমতা থেকে বিপুল টাকার জাল ওষুধের সন্ধান মিলল। উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেসারের (Blood Pressure) ওষুধ (Medicine) মূলত ছিল সেখানে। বেশকিছু ওষুধ বাজেয়াপ্ত করা হয়। সেই ওষুধ নিয়ে উদ্বেগের কথা জানাল রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড (WB Drug Control Board)। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় নেওয়া ওষুধের অন্যতম হল ‘টেলমা এএম 40’। সেই ওষুধ নিয়েই কালোবাজারি চলছিল বলে অভিযোগ।
উচ্চ রক্তচাপের যে ওষুধ জাল করা হয়েছে, তার ব্যাচ নম্বর 05240367। এই ব্যাচ নম্বরের সঙ্গে আসল ওষুধের ব্যাচ নম্বরের মিল থাকলেও কিউআর কোড স্ক্যান করলে তা সদর্থক হতে পারেনি। তাছাড়া ওষুধের গায়ে থাকা অ্যালুমিনিয়ামের ফয়েলেও নামের বানান ভুল রয়েছে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন অনুযায়ী, এই ওষুধ গুণগত মানেও উত্তীর্ণ নয়। ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছে বিস্তারিত জানতে চায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেট। এর ভিত্তিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়, সংশ্লিষ্ট ওই ওষুধটি নকল।
এনিয়ে ইতিমধ্যে হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। ড্রাগ কন্ট্রোলের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষ, বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ওষুধটি হাসপাতালের স্টোরে আসার পর তারা যেন কিউআর কোড স্ক্যান করে। সেখানে সদর্থক হলে তবেই যেন তা সাধারণ মানুষকে দেওয়া হয়। পাশাপাশি হোলসেল ও রিটেলে যাঁরা ওষুধ বিক্রি করেন, তাদেরও এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড স্ক্যান করে বিক্রি করা হয় সেকথা জানানো হয়েছে।