বীরপাড়া: জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৃহস্পতিবার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিকবরাইক। প্রসঙ্গত, তিনিই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায়, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বীরপাড়া হাসপাতালে সুপার ডাঃ কৌশিক গড়াই, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি প্রকাশ চিকবরাইক, মাদারিহাট বীরপাড়া ব্লক কমিটির সভাপতি সঞ্জয় লামা সহ অন্যান্যরা। মন্ত্রী জানান, তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর এদিনই প্রথম বৈঠক করলেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগীদের সঙ্গেও। পরে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্সদের আবাসন চত্বরও ঘুরে দেখেন। প্রসঙ্গত, চিকিৎসক ও নার্সদের সংখ্যা কম হওয়ায় বীরপাড়া হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে বলে অভিযোগ। সম্প্রতি এক রোগীর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা বীরপাড়া হাসপাতালে বিক্ষোভ দেখান। এরপরই রোগী কল্যাণ সমিতি বৈঠকে বসল। হাসপাতালের সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
রবীন্দ্র সরোবরে কিভাবে চলবে উদ্ধারকার্য? পুলিশ কমিশনারের ডাকে বৈঠকে ক্লাবগুলি
ডিজিটাল ডেস্ক: গত শনিবার রোয়িং করতে গিয়ে কালবৈশাখীর ঝড়ে রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) দুই স্কুলছাত্র জলে ডুবে মারা যায়। আর...
Read more