উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেলজিয়ামে গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসি (Mehul Choksi arrested in Belgium)। ভারতের অনুরোধেই চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম সরকার। বহুদিন ধরেই সে পলাতক ছিল। ৬৫ বছরের পলাতক এই ব্যবসায়ীর বর্তমান ঠিকানা বেলজিয়ামের জেল। পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী।
জানা গিয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে। ২০১৮ সালের ২৩ মে-র পর ২০২১ সালের ১৫ জুন চোকসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মুম্বইয়ের আদালত। এরপরেই বেগতিক দেখে এই ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়ে যায়। চোকসি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি। জানা যায়, দীর্ঘ দিন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় (Caribbean island nation of Antigua and Barbuda) আশ্রয় নিয়ে ছিলেন। পরবর্তীতে সেখানকার নাগরিকত্বও পেয়ে যান। সেখানে বেশ কিছুদিন থাকার পর বেলজিয়ামে চলে যান চোকসি। বিষয়টি জানার পরই ভারত সরকার বেলজিয়াম সরকারের কাছে আবেদন করে মেহুলকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। সেই আবেদনে সারা দিয়েই শনিবার মেহুল চোকসিকে গ্রেপ্তার করে বেলজিয়াম পুলিশ। বর্তমানে ভারতীয় এই ব্যবসায়ী রয়েছেন বেলজিয়ামের জেলে। তবে শীঘ্রই শারীরিক অবস্থা এবং অন্যান্য কারণ দেখিয়ে বেলজিয়ামে জামিনের আবেদন জানাবেন বলে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, অ্যান্টিগা ও বারবুডায় মেহুল চোকসি থাকার সময় ভারত সরকারের তরফে চোকসিকে ফেরানোর জন্য আবেদন জানানো হয়েছিল সংশ্লিষ্ট ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রের কাছে। কিন্তু চোকসির আবেদনের ভিত্তিতে ২০২৩ সালে অ্যান্টিগা ও বারবুডায় বিচারবিভাগ জানিয়েছিল, তাঁকে ওই দেশ থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। ফলে সেখানে থাকাকালীন তাঁকে ভারতে ফেরানো এবং বিচারের আওতায় আনা সম্ভব ছিল না। চোকসি সাময়িক স্বস্তি পাওয়ার পর অ্যান্টিগা ও বারবুডা থেকে পরে বেলজিয়ামে চলে যান। বেলজিয়ান স্ত্রীর সাহায্যে ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে ‘এফ রেসিডেন্সি কার্ড’ জোগাড় করে বেলজিয়ামে থাকতে শুরু করেন চোকসি। এরপরেই ফের ভারতের তরফে মেহুলকে গ্রেপ্তার করতে বেলজিয়াম সরকারের কাছে আবেদন করে ভারত। গত মাসেই জানা গিয়েছিল, চোকসিকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। বেলজিয়াম সরকারের সঙ্গে সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী বেলজিয়ামের বাসিন্দা হলেও এখনও অ্যান্টিগা ও বারবুডার নাগরিক। তাঁর ভাগ্নে নীরব মোদিও পিএনবি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত। নীরব মোদি বর্তমানে ব্রিটেনে রয়েছেন। তাঁকেও ভারতে ফেরানোর জন্য ব্রিটেন সরকারের সঙ্গে আইনি কথাবার্তা চালিয়ে যাচ্ছে ভারত সরকার।