মেখলিগঞ্জ: মেখলিগঞ্জের (Mekhliganj) কুচলিবাড়ি (Kuchlibari) সীমান্তে খোলা সীমান্তের সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা কোথাও ফসল নষ্ট করছে, কোথাও চুরি করে নিয়ে যাচ্ছে গোরু, ছাগল। আবার কাঁটাতারের ওপারেও কাংড়াতলি সংলগ্ন এলাকায় বাংলাদেশিদের বিরুদ্ধে চা বাগানের দু’হাজার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আর এবার অভিযোগ উঠল, চা বাগানের পাম্পসেট চুরি করে নিয়ে যাওয়ার। এনিয়ে কুচলিবাড়ি থানার দ্বারস্থ হয়েছে কুচলিবাড়ি চা বাগান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার চা বাগানের ম্যানেজার জয়বাহাদুর সিং বলেন, ‘আমাদের একটি পাম্পসেট চুরি হয়েছে। যার বাজারমূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা। আমাদের প্রাথমিক ধারণা, কলসিগ্রামের শামিন হোসেনের সহযোগিতায় বাংলাদেশি দুষ্কৃতীরা সেটি চুরি করে নিয়ে গিয়েছে।’ এনিয়ে কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় বলেন, ‘আমরা একটি চুরির অভিযোগ পেয়েছি। সেই মতো তদন্ত শুরু করা হয়েছে।’
এই চা বাগানের একটা অংশ রয়েছে কাঁটাতারের ওপারে থাকা কলসিগ্রামে। সেচের জন্য সানিয়াজান নদীর ধারে একটি উচ্চক্ষমতার পাম্পসেট বসিয়েছিল চা বাগান কর্তৃপক্ষ। রবিবার রাতে সেই পাম্পসেটটি চুরি হয়। তবে বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়। সীমান্তের বাসিন্দারা চান, কাঁটাতারের ওপারেও বিএসএফ জওয়ানরা পাহারায় থাকুক। রঞ্জন রায় নামে এক তরুণ বলেন, ‘সমস্ত এলাকার জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া হোক অথবা জিরো পয়েন্টে গিয়েই বিএসএফ পাহারা দিক।’