শনিবার, ১২ জুলাই, ২০২৫

Mekhliganj | নাবালিকাকে বিয়ে করে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড! শ্রীঘরে গেল পাত্র

শেষ আপডেট:

মেখলিগঞ্জ: ১৪ বছরের নাবালিকাকে বিয়ে (Child Marriage), এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড। শ্রীঘরে গেল বছর ২৫-এর যুবক। বর-কনে দু’জনেরই বাড়ি মেখলিগঞ্জের (Mekhliganj) ৪০ নিজতরফে। সোমবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ছবি আপলোডের পর মঙ্গলবার সেই খবর যায় মেখলিগঞ্জ থানায়। খবর পেয়ে পুলিশ (Police) সেখানে রওনা দেয়। কিন্তু নদী পেরিয়ে যেতে প্রয়োজন নৌকোর। স্থানীয়দের নৌকোয় নদী পেরোতে গেলে কোনওভাবে খবর যায় বর ও কনের বাড়িতে। পাত্র ও পাত্রী সমেত পালিয়ে যায় তাঁদের পরিবার। ফলে পুলিশ অগত্যা ঘুরে আসে।

তবে পুলিশ চলে আসতেই বৃহস্পতিবার তিস্তা চরে ফেরেন দম্পতি। নিজের বাড়িতে না গিয়ে অন্যত্র ছিল তারা। পুলিশ খবর পেয়ে রাতে গোপনে চরে গিয়ে পাত্র ও তার দাদাকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছ।

মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, ‘বাল্যবিবাহের ক্ষতি ও আইন নিয়ে আমরা লাগাতার সচেতনতামূলক প্রচার করছি। কিন্তু একশ্রেণির মানুষ তাতে কর্ণপাত করছেন না। তাই খবর পাওয়ার পরই আমরা অভিযানে নেমেছি।’ ৪০ নিজতরফ চর এলাকা তিস্তা নদী দিয়ে ঘেরা। এটি বিছিন্ন এলাকার মধ্যে পড়ে। সেই প্রতিকূলতার সুযোগ নিয়ে নাবালিকার বিয়ে করানো হয়েছে বলে জানান নিজতরফের প্রধান গীতা রায়। তিনি জানান, এই এলাকায় আরও সচেতনতামূলক প্রচার করা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Patiram | সবাই এখন প্রথম সারিতে! ‘ইউ’-আকৃতির আসনে বদলাচ্ছে শিক্ষার পরিবেশ

পতিরাম: ক্লাসরুমে আর কোনও ব্যাকবেঞ্চার থাকবে না—এই ধারণা বাস্তবে...

Bakshirhat | বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে গৃহবধূর দেহ! ঘটনায় তীব্র চাঞ্চল্য বক্সিরহাটে

বক্সিরহাট: সকাল থেকে বাড়িতে নেই পুত্রবধূ। তন্নতন্ন করে খোঁজার...

Migrant labor death | টাওয়ার থেকে পড়ে বিপত্তি, রাজস্থানে মৃত্যু রতুয়ার এক পরিযায়ী শ্রমিকের

সামসী: রাজস্থানে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী...

Changrabandha | মধ্যরাতে ঘরের মধ্যে ছায়ামূর্তি! আতঙ্কে ঘুম উড়ল গোটা পরিবারের

চ্যাংরাবান্ধা: এক বিধবা মহিলার ঘরে মধ্যরাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী!...