মেখলিগঞ্জ: ১৪ বছরের নাবালিকাকে বিয়ে (Child Marriage), এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড। শ্রীঘরে গেল বছর ২৫-এর যুবক। বর-কনে দু’জনেরই বাড়ি মেখলিগঞ্জের (Mekhliganj) ৪০ নিজতরফে। সোমবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ছবি আপলোডের পর মঙ্গলবার সেই খবর যায় মেখলিগঞ্জ থানায়। খবর পেয়ে পুলিশ (Police) সেখানে রওনা দেয়। কিন্তু নদী পেরিয়ে যেতে প্রয়োজন নৌকোর। স্থানীয়দের নৌকোয় নদী পেরোতে গেলে কোনওভাবে খবর যায় বর ও কনের বাড়িতে। পাত্র ও পাত্রী সমেত পালিয়ে যায় তাঁদের পরিবার। ফলে পুলিশ অগত্যা ঘুরে আসে।
তবে পুলিশ চলে আসতেই বৃহস্পতিবার তিস্তা চরে ফেরেন দম্পতি। নিজের বাড়িতে না গিয়ে অন্যত্র ছিল তারা। পুলিশ খবর পেয়ে রাতে গোপনে চরে গিয়ে পাত্র ও তার দাদাকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছ।
মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, ‘বাল্যবিবাহের ক্ষতি ও আইন নিয়ে আমরা লাগাতার সচেতনতামূলক প্রচার করছি। কিন্তু একশ্রেণির মানুষ তাতে কর্ণপাত করছেন না। তাই খবর পাওয়ার পরই আমরা অভিযানে নেমেছি।’ ৪০ নিজতরফ চর এলাকা তিস্তা নদী দিয়ে ঘেরা। এটি বিছিন্ন এলাকার মধ্যে পড়ে। সেই প্রতিকূলতার সুযোগ নিয়ে নাবালিকার বিয়ে করানো হয়েছে বলে জানান নিজতরফের প্রধান গীতা রায়। তিনি জানান, এই এলাকায় আরও সচেতনতামূলক প্রচার করা হবে।