Sunday, June 30, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গCooch Behar | বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রাগন ফ্রুট চাষ, খতিয়ে দেখল বিধানসভার স্ট্যান্ডিং...

Cooch Behar | বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রাগন ফ্রুট চাষ, খতিয়ে দেখল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

ফুলবাড়ি: কৃষিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রাগন ফ্রুট(Dragon Fruit) সহ বিভিন্ন রকম চাষ কোথায় হচ্ছে, চাষে কৃষকরা কতটা উপকৃত হচ্ছেন। এই বিষয়ে রাজ্যজুড়ে সমীক্ষা করছে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এবার কোচবিহারে কৃষিক্ষেত্র পরিদর্শনে এলেন রাজ্য সরকারের কৃষি, উদ্যান পালন ও কৃষি বিপণন দপ্তরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য ও দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। শুক্রবার আধিকারিকরা প্রথমে কোচবিহার-১(Cooch Behar) ব্লকের সাত মাইল সতীশ ক্লাবে বিভিন্ন কৃষি কর্মসূচি ও যান্ত্রিক কৃষি পদ্ধতি খতিয়ে দেখেন। পরবর্তীতে মাথাভাঙ্গা-২ ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব মুকুলডাঙ্গার কৃষকরত্ন সম্মান প্রাপ্ত চাষি নির্মল চন্দ্র বর্মনের জমিতে যান তাঁরা। স্ট্যান্ডিং কমিটির সদস্য ও বিভিন্ন আধিকারিকরা নির্মল চন্দ্র বর্মনের ড্রাগন ফ্রুট, মালটা, আপেল ও কুল বাগান পরিদর্শন করেন। বিভিন্ন চাষের ক্ষেত্রে খরচ, আয়-ব্যয় ও উৎপাদিত ফসল বিক্রির বিষয়ে নির্মল চন্দ্র বর্মনের সঙ্গে কথা বলেন তাঁরা। এদিনের পরিদর্শনে ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ছিলেন।

কমিটির চেয়ারম্যান দীনেন রায় বলেন, ‘কৃষিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বিভাগ কাজ করে চলেছে কৃষি বিজ্ঞানীদেরকে সঙ্গে নিয়ে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রাগন ফ্রুট সহ বিভিন্ন রকম চাষ কোথায় হচ্ছে, চাষে কৃষকরা কতটা উপকৃত হচ্ছেন। সেই তথ্য সংগ্রহ করে বিধানসভার অধ্যক্ষের কাছে জমা করব। সেই লক্ষ্যই আমাদের কমিটির তরফে বিভিন্ন জায়গায় এরকম পরিদর্শন চলছে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

0
ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও শেষ হয়ে যাইনি। তোমরা পাথর সরিয়ে আমাকে বের করো।...

রাজগঞ্জে কারবার এক সংগঠিত শিল্প

0
  দীপ সাহা দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। তার মাঝে মাঝে এখন মাথা তুলেছে টিনের চালা। কোথাও আবার কংক্রিটের ইমারত স্বমহিমায় দাঁড়িয়ে।...

খুঁটি পুঁতলেই লাখ টাকা

0
শুভঙ্কর চক্রবর্তী ‘ফাঁকা জমি দেখতে যদি পাও দেরি না করে খুঁটি পুঁতে দাও। দৌড়ে যাও বিএলআরও-র কাছে দেখবে, কাগজ রেডি করাই আছে। নেতার ট্যাঁকে ঢুকলে দু-দশ লাখ সরকারি জমি...

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাশরুম চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

0
নাগরাকাটা: চা বাগানের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানকার সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট (কোফাম)-এর তরফে পাহাড়, ডুয়ার্স ও তরাইয়ের...

ফ্লাইং অফিসার হয়ে স্বপ্নপূরণ বানারহাটের বিকাশের, খুশির হাওয়া এলাকায়

0
নাগরাকাটা: জীবনে লড়াই করার তাগিদ ও সদিচ্ছা থাকলে একদিন সাফল্য আসবেই। কথাটা আরও একবার প্রমাণ করলেন বানারহাটের বিকাশ ঝা নামে এক তরুণ। দরিদ্রকে হার...

Most Popular