উত্তর সম্পাদকীয়

মিম হয়ে উঠছে ডারউইনবাদের মতো

অর্চন মুখোপাধ্যায়

আজকের দিনে দাঁড়িয়ে, জনসংযোগের একটা বিশাল মাধ্যম হয়ে উঠেছে মিম। বিনোদনজগৎ থেকে বিজ্ঞাপন, পড়াশোনা থেকে সাহিত্যচর্চা, সবেতেই এর অবাধ আসা-যাওয়া শুরু হয়েছে। একটা আপাত-দুরূহ কনসেপ্ট অনায়াসে মিমের মাধ্যমে বোঝা যায়। ব্যক্তিসমাজের সবচেয়ে সুপ্রাপ্য এলিমেন্টের ওপর ভিত্তি করে, সেটার মাধ্যমে একটা ভিন্নবার্তা প্রেরণই এই মিমের কাজ, যা সাধারণত করা হয় হাস্যরসের সাহায্যে। আর এই ধারাটা প্রবলতর হয়েছে এই ডিজিটালিকরণের জন্য, নানা ব্যক্তি নিজেদের স্বকীয়তা দেখিয়ে যাচ্ছে মিমের মাধ্যমে।

মিম কথাটা নিয়ে সামান্য নাড়াঘাঁটা করলে এর একটা অপ্রত্যাশিত উৎস পাওয়া যায়। প্রাচীন গ্রিক সাহিত্যদর্শন রীতিতে একটা শব্দ আছে : মাইমেসিস। যার গোদা বাংলায় অর্থ অনুকরণ। মানে, একটা কিছু দেখে সেটাকে, বা সেটার একটা বা একাধিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলা; আরও ভালোভাবে বললে, একটা প্রচলিত ধারণার আদলে, বা সেই ধারণার রূপে আরেকটা ধারণার নির্মাণ।

একটা ছবি, আর সঙ্গে একটা বাক্য: মোটামুটি মিম এমনই দেখতে। ছবি বা চিত্রের মাধ্যমে গণমাধ্যমে ভাবপ্রকাশ করা অনেকদিনের রীতি। লেখালেখিরও আগে থেকে আমরা আলতামিরার গুহাচিত্র কিংবা মিশরীয় চিত্রলিপি দেখে আসছি। তা বলে কি সব ছবিই মিম?

এবার একটা ছবি তো এমনি এমনি মিম হচ্ছে না। তাহলে কাকে ছবি আর কাকে মিম বলতে পারি? এবার আসি ওই মাইমেসিস কথাটায়। মাইমেসিসে আমরা একটা বস্তুর ধারণার অনুকরণে আরেকটা বস্তু সৃষ্টি করছি, যা আগেরটার একটা নকল। একটা কপি। এবার সেটারও কপি, আবার আরেকটা কপি, কপিরও কপি হতে হতে সেই আদি বস্তুটার ছাপ আমরা বর্তমানেও পেয়ে যাই। তা হলে কি সেই আদি বস্তু আর বর্তমান বস্তুটি একেবারে এক?

এও অনেকটা ডারউইনের বিবর্তনবাদের মতো। মানুষ অনেকটাই বাঁদরের মতো, কিন্তু একেবারেই বাঁদর না। অথচ বাঁদর থেকেই উদ্ভুত সে।

আচ্ছা, এই ছবির মাধ্যমে কথা বলাটা আর কোথায় আমরা দেখেছি? সেই সুদূর মিশরে। হায়রোগ্লিফিক্সে। সেখানেও প্রচলিত কয়েকটা চিহ্নের ভাব দিয়ে, অন্য একটা বার্তা পাওয়া যেত। এই রীতি অ্যাজটেক, মায়া, ইনকা সভ্যতাতেও দেখেছি, দেখেছি হামুরাবির ট্যাবলেটে, আবার এই চিনের ক্যালিগ্রাফিকৃত স্ক্রলপত্রেও দেখেছি। কিন্তু তার অনেক, অনেক বছর পরে মানুষ ছবির বদলে বিশেষ কয়েকটা চিহ্নের সাহায্যে ভাব প্রকাশ করা শিখে গিয়েছে, তাদেরকে কেউ বলছে ‘অ-আ-ক-খ’, আবার কেউ বলছে ‘এ-বি-সি-ডি’, আবার কেউ বলছে ‘অলিফ-বে-পে-টে’। সেটার ওপর ভর করেই রচিত হচ্ছে গীতগোবিন্দ, প্যারাডাইস লস্ট কিংবা রুবাইয়াৎ।

এবার, এই মিম নিয়ে এত কথা কেন? কারণ, মিম জিনিসটা আজকে প্রচলিত, প্রথাগত ভাবপ্রকাশের মাধ্যমের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। লোকে এখন লেখালেখির চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে সেই চিত্রশিল্পে, যা আমরা হামেশাই ডিজিটালি দেখতে পারছি। এবার সেসবই কাগজে ছাপা হচ্ছে, দু’মলাটের মধ্যে বিক্রিত হচ্ছে, সানন্দে লোকে কিনছে। জানি না, এই ব্যাপারটা ভাষাতাত্ত্বিক বিবর্তনের নামে এক ধরনের বিপ্লব কতটা ভালো, কতটা মন্দ, সেটা সময়ই বলে দেবে।

(লেখক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিলিগুড়ির বাসিন্দা)

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

Bomb Threat | পাটনা বিমানবন্দরে বোমা হামলার হুমকি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে (Patna Airport) বোমা হামলার হুমকি। ইমেলের…

5 mins ago

Train Accident | সিগন্যাল ভাঙার অনুমতি দিয়েও কেন মালগাড়ির চালক-সহচালকের বিরুদ্ধে এফআইআর? প্রশ্নের মুখে রেল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়ে (Train Accident) মালগাড়ির চালক ও সহকারি চালকের বিরুদ্ধে অভিযোগ…

9 mins ago

Train accident | বৃষ্টি পড়ায় বাতানুকূল কামরায় উঠেই প্রাণরক্ষা! দুর্ঘটনার কথা ভেবেই শিউরে উঠছেন গাজোলের আশুলতা

গাজোল: অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল বলে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjungha Express) জেনারেল কামরায় উঠতে পারেননি।…

10 mins ago

Lightning | বজ্রপাতে মৃত্যু যুবকের

চোপড়া: বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার চোপড়া থানার আমবাড়ি-লোধাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায়…

39 mins ago

Putin to visit north korea | অস্ত্র চুক্তি! ২৪ বছর পর কিমের দেশে পুতিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধের মাঝে উত্তর কোরিয়া যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin…

44 mins ago

Pinarayi Vijayan | সকন্যা বিজয়নের জবাব তলব হাইকোর্টের, দিতে হবে নোটিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর কন্যা টি বিণার…

52 mins ago

This website uses cookies.