খেলাধুলা

ব্যালন ডি ’ অরের মনোনয়নের তালিকায় নাম উঠল মেসির, নেই রোনাল্ডো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশেষ ঐতিহ্যবাহী ব্যালন ডি’অরের মনোনয়নের তালিকায় নাম উঠল লিওনেল মেসির। তবে এই তালিকা থেকে বাদ গেলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় একবছর পর কামব্যাক করলেন মেসি। তবে এবার তালিকায় নেই ব্যালন ডি’অরের অন্যতম মুখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির থেকে ক্রমেই সরে যাচ্ছিল ব্যালন ডি’অরের লড়াই। পর্তুগিজ মহাতারকা এবার বেরিয়ে গেলেন সেই লড়াই থেকে। এবারে মেসির সঙ্গে লড়াইয়ে রয়েছেন এরলিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপের মত খেলোয়ারেরা।

রোনাল্ডো ২০০৩ সালের পর এই প্রথমবার ব্যালন ডি’অরের মনোনয়ন থেকে বাদ গেলেন। আগামী ৩০ অক্টোবর ঘোষণা করা হবে ব্যালন ডি’অরে বিজয়ীর নাম।
যদিও গত বছর একদম ভালো কাটেনি রোনাল্ডোর। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিবাদ, বিশ্বকাপের আগে দলত্যাগ। এরপর বিশ্বকাপে খেলতে নেমে একটি মাত্র গোল, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দিয়েও প্রভাব ফেলতে ব্যর্থ, সবমিলিয়ে বছরটা খুব খারাপ কাটে এই তারকা ফুটবলারের। এবার ব্যালন ডি’অরের তালিকা থেকেও রোনাল্ডো বাদ যাওয়ায় মুষরে পড়েছেন তাঁর ভক্তরা।

 

১৯৫৬ সাল থেকে প্রতি বছর পুরুষদের এবং ২০১৮ সাল থেকে প্রতি বছর মহিলাদের ব্যালন ডি’অর দেওয়া শুরু হয়। এবার পুরুষদের যে তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে ম্যানচেস্টার সিটির সাত জন প্লেয়ার রয়েছেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন এরলিং হাল্যান্ড, যিনি গত মরশুমে ম্যানচেস্টার সিটির হয়ে ৫২টা গোল করেন। ম্যানচেস্টারের ত্রিমুকুট জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছেন, রড্রি, জুলিয়ান আলভারেজ, রুবেন ডিয়াস, জোসকো ভার্ডিওল, কেভিন ডি ব্রুইনা ও বার্নাডো সিলভা। বায়ার্ন মিউনিখ থেকে মনোনিত হয়েছেন হ্যারি কেন, জামাল মুসিয়ালা ও কিম মিন জে। রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও লুকা মদ্রিচ। গতবারের ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমাও এবারও জায়গা করে নিয়েছেন। অন্যদিকে তালিকার ১৫ জন প্রথমবার সুযোগ পেলেন। পাশাপাশি এবার মহিলাদের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য নাম হল আতিয়ানা বোনমাতি। স্পেনের হয়ে মহিলাদের বিশ্বকাপে জিতেছেন তিনি। বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। অন্যান্য মহিলাদের মধ্যে রয়েছেন রাচেল ড্যালি, জর্জিয়া স্ট্যানওয়ে, মিলি ব্রাইট, ম্যালি আরপেস, ওলগা কারমোনা। এছাড়াও রয়েছেন স্যাম কের, ওয়েন্ডি রেনার্ড, অ্যালেকজান্ডার পোপ, ফ্রিডোলিনা রোলফো, খাদিজা শহ, অ্য়াসিসাট ওশোয়ালা ও লিন্ডা।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

34 mins ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

1 hour ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

2 hours ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

2 hours ago

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! নির্বাচন কমিশনে তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Bjp candidate…

2 hours ago

Harishchandrapur | প্রাকৃতিক দুর্যোগ, হরিশ্চন্দ্রপুরে বজ্রপাতে মৃত্যু নব দম্পতি’র

হরিশ্চন্দ্রপুর: প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন এক নব দম্পতি। হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কুর্সাডাঙ্গি এলাকার…

3 hours ago

This website uses cookies.