আহমেদাবাদ: মহাকাশ থেকে পড়ল রহস্যময় ধাতব গোলক! ঘটনাকে ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে গুজরাটের আনন্দ জেলার খাম্বোলজ, ভালেজ এবং রামপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিন গ্রামের বাসিন্দারা। তাঁরা দেখেন, বড় বলের আকারের কয়েকটি বস্তু মাটিতে পড়ে রয়েছে। এটা কি উল্কাপিণ্ড নাকি ভিন দেশের প্রাণী নাকি অন্য রহস্যময় কোনও কিছু, তা নিয়ে প্রশ্ন জাগে গ্রামবাসীদের মনে। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। পরে সেখানে পুলিশ এসে বলগুলি উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে, প্রায় ৫-৬ কেজির ধাতব বলগুলি আকাশ থেকে পড়েছে বলেই মনে করা হচ্ছে। এগুলি উপগ্রহের টুকরো বলেই আরও মনে করা হচ্ছে। আনন্দ জেলার পুলিশ সুপার অজিত রাজিয়ান ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। রাজিয়ান বলেন, ‘বিষয়টি জানার পরই তিনটি ভিন্ন দলকে খমাভোলাজ, ভালেজ এবং রামপুরায় পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে আমরা জানতাম না বস্তুগুলি ঠিক কী। মনে হচ্ছে, এগুলি বল বিয়ারিং, যা মহাকর্ষের অনুপস্থিতিতে মহাকাশে উপগ্রহের গতি বজায় রাখতে ব্যবহৃত হয়। আমরা আহমেদাবাদ এবং গান্ধিনগর থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডেকেছি বস্তুগুলি শনাক্ত করতে সাহায্য করার জন্য।’ পুলিশ জানিয়েছে, ফিজিক্য়াল রিসার্চ ল্যাবরেটরি এবং ইসরোর মতো সংস্থাগুলির থেকেও ইনপুট চাওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, মহাকাশে কোনও উপগ্রহ ধ্বংস হয়েছে। তারই ধ্বংসাবাশেষ মাটিতে আছড়ে পড়েছে।