কলকাতা: প্রত্যেক বছর ‘মেটা’ (Meta) তার পলিসিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনে। এবার যে পরিবর্তনটি এনেছে তাতে ইতিমধ্যেই চক্ষু চড়কগাছ নেট-নাগরিকদের। মেটার অধীনে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা থ্রেডসে এখন থেকে সমকামীদের উদ্দেশে ‘মানসিক অসুস্থ’ কিংবা যে কোনও ধরনের কটূক্তি হলে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাবে না মার্ক জুকেরবার্গের সংস্থাটি।
ব্যাপারটা কী? ধরা যাক কোনও ব্যক্তি ফেসবুকে সমকামীদের (LGBTQ Community) উদ্দেশে কটূক্তি করে কোনও পোস্ট করলেন। এবার সেই পোস্টটি আপত্তিজনক বলে রিপোর্ট করতে গেলেন কেউ। কিন্তু ফেসবুকের এই নয়া পলিসিতে অভিযোগকারী অভিযোগটাই করতে পারবেন না। কারণ রিপোর্ট সেকশনে সেই অপশনটাই আর মিলবে না।
শুধু সমকামীদের ক্ষেত্রেই নয়, মহিলাদের উদ্দেশে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, আর সেই মন্তব্যের মাধ্যমে যদি মহিলাদের ‘বস্তু’ হিসেবে দেখার প্রবণতা লক্ষ করা যায়, সেক্ষেত্রেও মেটা হাত গুটিয়ে বসে থাকবে। পাশাপাশি তথ্য যাচাই, লিঙ্গ পরিচিতি নিয়ে কটূক্তি সহ লিঙ্গভিত্তিক আলোচনায় যে বিধিনিষেধ এতদিন ছিল, মেটা সেগুলি তুলে নেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মেটার মুখ্য আধিকারিক জোয়েল কাপলান এই বদল সম্পর্কে যুক্তি দিয়ে বলেছেন, ‘যেসব কথা টিভিতে কিংবা জমায়েতে বলা যায়, তা আমাদের প্ল্যাটফর্মে বলা-করা যাবে না, এটা ঠিক নয়।’ সম্প্রতি সংস্থার কর্ণধার মার্কের কণ্ঠে এরই প্রতিধ্বনি শোনা গিয়েছে।
শুধু এটাই নয়। মেটা তার সম্প্রদায়ভিত্তিক নির্দেশের ক্ষেত্রেও আপডেট এনেছে। ‘বিদ্বেষমূলক আচরণ’ নীতিতেও উল্লেখযোগ্য বদল ঘটানো হয়েছে। বিশেষত অভিবাসন ও লিঙ্গভিত্তিক আলোচনার বিষয়ে সতর্ক থাকার কথা বলেছে সংস্থাটি। তৃতীয় লিঙ্গ, যৌনতা সহ এই ধরনের বিষয়গুলিতে কিছু সাধারণ শব্দের ব্যবহারের কথা উল্লেখ করেছে মেটা।
মেটার পলিসি বদলে রূপান্তরকামী বা সমকামীদের মানসিকভাবে অসুস্থ হিসাবে চিহ্নিত করার অনুমতি দিয়ে দেয়। বেশ কিছু গণমাধ্যম অনুরোধ জানালেও মেটা বিষয়টি নিয়ে বিন্দুমাত্র উদারতা দেখায়নি। মহিলাদের ‘সম্পত্তি’ হিসাবে উল্লেখ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা মানা হত, তা-ও সরিয়ে নিয়ে যায় মেটা।
এলজিবিটিকিউ প্লাস কমিউনিটির মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ ‘গ্ল্যাড’ মেটার এই নীতি বদলের নিন্দা করেছে। এ ব্যাপারে গ্ল্যাডের সভাপতি সারা কেট এলিস বলেছেন, ‘এমন বিদ্বেষমূলক মন্তব্য আটকানোর বদলে সমকামী, উভকামী, রূপান্তরকামী সহ অন্য প্রান্তিক লিঙ্গগোষ্ঠীর প্রতি অমানবিক আচরণে সবুজ আলো দেখাচ্ছে মেটা।’